৪৮ ঘণ্টা ধর্মঘট! সরকারকে হুঁশিয়ারি দিতে এবার কোমর বেঁধে নামছেন DA আন্দোলনকারীরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : রেড রোডে ধর্না মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আন্দোলনরত সরকারি কর্মীদের (Government Employees) “চোর-ডাকাত” বলে অবিহিত করেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদে আজ পালন করা হবে ধিক্কার দিবস। পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চ আগামী 6ই এপ্রিল কর্মবিরতির ডাক দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে পরবর্তীকালে আবারো ধর্মঘটের পথে হাঁটা হতে পারে।

সংগঠনের পক্ষ থেকে ভাস্কর ঘোষ বলেছেন, “শুক্রবার সারা রাজ্যে ধিক্কার মিছিল হবে। মুখ্যমন্ত্রীর চোর ডাকাত ও ডাকাত সর্দার বক্তব্যের প্রতিবাদে এই মিছিল করা হবে। সরকারি কর্মচারীরা আগামী ৬ই এপ্রিল কর্ম বিরতি পালন করবেন।” উল্লেখ্য, এর আগে ১০ই মার্চ সরকারি কর্মচারীরা কর্ম বিরতি পালন করেন। কর্মবিরতিতে অংশ নেওয়া কর্মচারীদের বিরুদ্ধে পরবর্তীকালে সরকার কড়া পদক্ষেপও গ্রহণ করে।

সরকারের এই পদক্ষেপের পরেও কর্মীদের মহার্ঘ ভাতা আন্দোলনে কিন্তু ভাঁটা পড়েনি। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক আরও জানিয়েছেন, “আমরা দিল্লির যন্তর মন্তরে আগামী ১০ ও ১১ এপ্রিল ধরনা কর্মসূচি পালন করব। এই কর্মসূচির পর রাজ্যে এসে আমরা আবার মিছিল করব। এই মিছিল হবে কালীঘাট থেকে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, ক্যামাক স্ট্রিট হয়ে শহিদ মিনার পর্যন্ত। আগামীতে আমরা ৪৮ ঘণ্টা কর্ম বিরতির ডাকও দেবো।”

DA protest

এছাড়াও ডিএ আন্দোলনকারীরা সিদ্ধান্ত নিয়েছেন তারা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মিছিল করবেন। আন্দোলনরত কর্মচারীরা জানাচ্ছেন, তারা শীঘ্রই কালীঘাট ও হরিশ চ্যাটার্জি স্ট্রিটের পাশ দিয়ে মিছিল করবেন। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী আন্দোলনরত সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, “যারা চিরকুটে চাকরি পেয়েছিল তারা বসে আছে ওই DA আন্দোলনের মঞ্চে। ডাকাত সবাই ওরা। ওদের কাছ থেকে আমায় জ্ঞান শুনতে হবে? ওরা এক একটা ডাকাত, ডাকাত সরদার।”

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X