বাংলাহান্ট ডেস্ক : সরকারি কর্মচারীদের (Government Employees) জন্য একটি বড় সুখবর উঠে আসছে। পুজোর আগেই তারা পেতে চলেছেন মহার্ঘ ভাতা। সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই অপেক্ষায় ছিলেন এই মহার্ঘ ভাতার। দুর্গাপুজোর আগে এই মহার্ঘ ভাতা পেলে স্বাভাবিকভাবেই উপকৃত হবেন অসংখ্য সরকারি কর্মচারী। জানা যাচ্ছে, এই মহার্ঘ ভাতা প্রযোজ্য হবে ১লা জুলাই, ২০২৩ থেকে।
আগে জানা যাচ্ছিল মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়েছিল। তবে এখন মনে করা হচ্ছে এই পরিমাণ বৃদ্ধি করে ৪ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হতে পারে কর্মচারীদের। একাধিক সূত্রে খবর, সরকারি কর্মচারীরা চার শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতে চলেছেন। চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পেলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে ৪৬ শতাংশে।
আরোও পড়ুন : সাবধান, আর মাত্র কিছুক্ষণ! শুরু হবে দমকা হাওয়ার সাথে ঝেঁপে বৃষ্টি, এই জেলাগুলিতে জারি ‘হাই অ্যালার্ট’
আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠী। ২১ অক্টোবর মহাসপ্তমী। মহাষ্টমী পড়েছে ২২ অক্টোবর। নবমী ২৩ অক্টোবর ও দশমী ২৪ অক্টোবর। অন্যদিকে কালীপুজো পড়েছে ১২ নভেম্বর। সম্ভাবনা করা হচ্ছে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ঘোষণা করা হতে পারে ডিএ বৃদ্ধির।
আরোও পড়ুন : ৭ টাকা জমিয়ে মাসে পান ৫০০০ হাজার টাকা! বিপুল লাভ দিচ্ছে কেন্দ্রের এই স্কিম, এভাবে করুন বিনিয়োগ
সপ্তম বেতন কমিশনের আওতায় মহার্ঘভাতা যেই ৫০ শতাংশ পার করবে সেটি তখন নেমে আসবে শূন্যয়। অর্থাৎ ০ থেকে শুরু হবে মহার্ঘ ভাতার হিসাব। সেই সময় ৫০ শতাংশ হারে যে মহার্ঘ ভাতা পাওয়া যাবে সেটি একত্রিত হয়ে যাবে মূল বেতনের সাথে। ২০১৬ সালে সপ্তম বেতন কমিশন কার্যকর করার সময় কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী হিসাব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সেই অনুযায়ী যদি ধরা হয় কোনও কর্মচারীর মূল বেতন ১৮০০০ টাকা, তাহলে ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেলে তিনি ৯ হাজার টাকা অতিরিক্ত বেতন পাচ্ছেন ভাতা হিসাবে। সপ্তম বেতন কমিশনের মহার্ঘ ভাতা যেই ৫০ শতাংশ পার করবে তখনই এই ৯০০০ টাকা যুক্ত হবে কর্মীর মূল বেতনের সাথে।