বাংলাহান্ট ডেস্কঃ শুক্রবার সকাল ৮ টায় শেওপুর-মোরেনা সীমান্তে পুলিশি চেকিং চলছিল। সেই সময় মধ্য প্রদেশের (Madhya Pradesh) শেওপুর জেলায় বালি মাফিয়া অবৈধ বালিভর্তি ট্রাক্টর ও ট্রলি নিয়ে সেখান দিয়ে যাচ্ছিলেন। সেই সময় পুলিশ তার ট্রলি চেকিং করতে গেলে বালি মাফিয়া পুলিশের ওপর আক্রমণ করে। এবং তার সহকর্মীরা ASI কে ধাক্কা মারে। এবং কর্তব্যরত পুলিশদের ওপর হামলা চালায়। যে ঘটনাটির ভিডিও ভাইরাল (Viral video) হয়েছে।
ভিডিওটি স্পষ্ট দেখা যাচ্ছে, যে মাফিয়ারা প্রথমে পুলিশকে থাপড় মারে তারপর অকথ্য ভাষায় গালাগালি দিতে থাকে। প্রথমে একটি পুলিশকে বালি মাফিয়ারা গালিগালি করছিল। তবুও সে চুপ করে দাঁড়িয়েছিল। তারপর বালি মাফিয়ার সহকর্মীরা কর্তব্যরত পুলিশদের এলোপাথাড়ি মারতে শুরু করে।
ঘটনায় চুপ থাকেনি পুলিশো। তারাও মারমুখী হয়ে ওঠে। ঘটনাস্থলে আসে কর্তব্যরত আরও পুলিশ। তারপর ঘটনাটি নিয়ন্ত্রণে আসে। এএসআই রাজেন্দ্র যাদুনকে যে যে মাফিয়া মেরেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে বহুদিন ধরে বালি মাফিয়া এই অবৈধ বালি পাচার করছে। বালি মাফিয়ার দাবাংগিরি পুলিশকে থাপ্পড় মেরে নিয়ে গেল নিজের অবৈধ বালির গাড়ি।