‘যে বাঙালি বাঘের মতো…’ এবারের দাদাগিরিতে বড় চমক! সুখবর শোনালেন সৌরভ, কবে হচ্ছে শুরু?

বাংলা হান্ট ডেস্ক : শান্তিপ্রিয় বাঙালি (Bangali) নাকি সাহসী কাজ করতে ভয় পায়। অন্তত অবাঙালি মানুষজনের তো এমনটাই ধারণা। যদিও ইতিহাস অন্য কথা বলে। এমনকি বর্তমানেও এই ধারণা ভুল প্রমাণ করার মত বহু ভুরি ভুরি উদাহরণ রয়েছে। আর এবার সেটা হাতেকলমে প্রমাণ করতে আসছেন প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)।

খুব শীঘ্রই টেলিভিশনের পর্দায় শুরু হতে চলেছে দাদাগিরি ১০। ইতিমধ্যেই সামনে চলে এসেছে তার ধামাকাদার প্রোমো-ও। জি বাংলার অফিশিয়াল ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা হয়েছে শো-র নতুন প্রোমো। যেখানে উঠে এসেছে বাঙালির রোজকার জীবন লড়াইয়ের গল্প।

দাদাগিরির নতুন প্রোমো এবার জমজমাট। সৌরভ বলছেন, ‘বাঙালি লড়ে, বাঙালি গড়ে। বাঙালি আজও দাদাগিরি করে। যে বাঙালি বাঘের মতো ঝাঁপাতে তৈরি, তাঁদের জন্য আসছে দাদাগিরি।’ অর্থাৎ প্রোমো থেকেই স্পষ্ট যে, এবারের দাদাগিরি বাঙালির সাহসিকতার গল্পই বলবে।

আরও পড়ুন : শাহরুখের অন্ধ ভক্ত হয়েও ফিরিয়েছিলেন ‘জওয়ান’ ছবির অফার! অভিনেত্রীর কাহিনী চোখে জল আনবেই

চলতি বছর দাদাগিরিতে রিয়েল লাইফ হিরোদের চিনবে, জানবে, গল্প শুনবে সাধারণ মানুষ। চ্যানেলের তরফ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, অক্টোবরের শেষের দিকে টিভির পর্দায় হাজির হবে ‘দাদাগিরি’। প্রতিবছরের মত, এবছরও শো-র সঞ্চালনা করবেন মহারাজা সৌরভ গাঙ্গুলি।

আরও পড়ুন : শাহরুখের থেকে মাত্র এক পা পিছিয়ে সানি! এবার এই রেকর্ড ভেঙে ইতিহাস গড়তে চলেছে ‘গদর ২”

 

উল্লেখ্য, দাদাগিরির পথচলা শুরু হয় ২০০৯ সালে। প্রথম থেকেই সঞ্চালনার দায়িত্ব সামলেছেন সৌরভ। তবে মাঝে একবার সৌরভের জায়গায় মিঠুনদাকে নিয়ে এসেছিল চ্যানেল কর্তৃপক্ষ। যদিও পরবর্তীতে দর্শকদের অনুরোধেই ফের এই শোয়ে সঞ্চালনার দায়িত্ব নেন সৌরভ। সূত্রের খবর জি বাংলার নাচের শো, ‘ডান্স বাংলা ডান্সে’র স্লটেই আসবে ‘দাদাগিরি’।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর