হাড্ডাহাড্ডি লড়াই ৬ জেলার! দাদাগিরি’র গ্র্যান্ড ফিনালের চ্যাম্পিয়ন কে? মিলল এত টাকার গিফট্

বাংলাহান্ট ডেস্ক : গতকাল ছিল দাদাগিরির দশম সিজনের (Dadagiri Unlimited Season 10) গ্র্যান্ড ফিনালে। রাজ্যের ছটি জেলা অংশগ্রহণ করে ফাইনালে। এবার দাদাগিরিতে শেষ পর্যন্ত নিজেদের জয়ধ্বজা ওড়াল হুগলি (Hoogly)। হুগলি থেকে খেলতে আসা চার প্রতিযোগী পশ্চিম মেদিনীপুরকে হারাল ৭৬ নম্বরের ব্যবধানে।

খেলা শুরুর প্রথম থেকেই অনেকটা এগিয়ে ছিল হুগলি জেলা। হুগলি জেলার হয়ে ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেন নিখিল সরকার, ইন্দ্রজিৎ মোদক, সুমন কুমার নিয়োগী ও প্রতিমা পাল। এই চারজনের মধ্যে সেরার সেরা হয়েছেন ইন্দ্রজিৎ মোদক। ইন্দ্রজিৎ মোদক পছন্দের যেকোনো জেলা থেকে পাবেন একটি ফ্ল্যাট।

আরোও পড়ুন : পরীক্ষায় চমকে দেওয়া রেজাল্ট করলেন শ্রীলেখার মেয়ে! ISC’তে কত নম্বর পেলেন ঐশী?

সব মিলিয়ে বিজয়ী দল পেয়েছে ৫০ লক্ষ টাকার কাছাকাছি পুরস্কার। দাদাগিরির দশম সিজনের ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করে দক্ষিণ চব্বিশ পরগণা, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। নাচ, গান ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় প্রত্যেকটি জেলাকে।

আরোও পড়ুন : হাতে আর মাত্র ১ মাস! বন্ধ হয়ে যাবে এই অ্যাকাউন্টগুলি, বড় ঘোষণা PNB-র

নৃত্য পরিবেশন করতে দেখা যায় ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর ট্রুপকে। ফাইনাল রাউন্ডে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন সুখবিন্দর সিং। দাদাগিরির দশম সিজনের (Dadagiri Unlimited Season 10) প্রথম এপিসোড সম্প্রচারিত হয় ৬ই অক্টোবর। সাত মাসের দীর্ঘ পথ চলা শেষ হল গতকাল। প্রথম থেকেই এই অনুষ্ঠানের জনপ্রিয়তা ছিল তুঙ্গে।

SAAANA 1714933200591 1714933212723

সাধারণ প্রতিযোগী থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানকারী বহু মানুষ অংশগ্রহণ করেছিলেন এবারের সিজনে। এছাড়াও খেলতে এসেছিলেন বহু সেলেব্রেটি। অন্যান্য বারের মতো এবারও এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর উপস্থাপনায় দাদাগিরির দশম সিজন জয় করেছে দর্শকদের মন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর