অবিশ্বাস্য! এই দেশের মানুষরা সারাদিন মোবাইল ঘাঁটছেন! ভারতের কী হাল জানেন ?

বাংলাহান্ট ডেস্ক : স্মার্টফোনের যুগে সবকিছুই স্মার্ট। সময়ের সাথে পাল্লা দিয়ে বদলেছে প্রযুক্তি। প্রযুক্তির হাত ধরে উন্নত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। একটা সময় যোগাযোগের মাধ্যম ছিল চিঠি। তারপর আবিষ্কৃত হয় টেলিফোন। তবে ধীরে ধীরে টেলিফোন রুপান্তরিত হয় মোবাইল ফোনে (Mobile)। কিন্তু মোবাইল (Mobile) ফোনের অগ্রগতি গত কয়েক বছরে আমূল পরিবর্তন এনেছে আমাদের প্রত্যেকের জীবনে।

মোবাইল ফোনের (Mobile) ব্যবহার

একটা সময় মোবাইল (Mobile) ফোনে শুধুমাত্র ফোন কলস বা এসএমএস করা যেত। তবে ধীরে ধীরে একের পর এক নতুন বৈশিষ্ট্য যুক্ত হয়েছে মোবাইল ফোনে। বর্তমানে মোবাইল (Mobile) ফোনের সাহায্যে করা যায় না এমন কোনও কাজ নেই। আমাদের দৈনন্দিন জীবনের অনেকটা জুড়েই রয়েছে মোবাইল (Mobile) ফোন।

   

আরোও পড়ুন : ছুঁলেই আগুন সোনা! বৃহস্পতিবারে আবার ঊর্ধ্বমুখী হলুদ ধাতু, কলকাতায় কত?

বর্তমানে যে উন্নত প্রযুক্তির মোবাইল (Mobile) ফোন আমরা ব্যবহার করি সেগুলিকে চলতি কথায় স্মার্টফোন বলা হয়ে থাকে। ৮ থেকে ৮০, সবাই মশগুল স্মার্টফোনে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কেনাকাটা, আমাদের প্রত্যেকের অনেকটা সময় ব্যয় হয় স্মার্টফোনে। তবে জানেন বিশ্বের কোন দেশের মানুষ সব থেকে বেশি ফোন ঘাঁটেন?

আরোও পড়ুন : জয় ICC চেয়ারম্যান হওয়ায় অমিত শাহকে কটাক্ষ মমতার! পাল্টা জবাব দিয়ে “পোল” খুললেন শুভেন্দু

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল বাজার ভারত (India)। চীনের (China) পর সবথেকে বেশি মোবাইল ফোন ব্যবহারকারীর অবস্থান ভারতে। তবে মোবাইল ফোনে সময় ব্যয় করার নিরিখে বিশ্বে এক নম্বর স্থানে রয়েছে ইন্দোনেশিয়া (Indonesia)। ইওয়াই এবং এফ আইসিসিআই যৌথভাবে সম্প্রতি একটি সমীক্ষা চালিয়েছিল।

সেই সমীক্ষার মাধ্যমে জানার চেষ্টা করা হয়েছিল কোন দেশের মানুষ সব থেকে বেশি ফোনের বিভিন্ন অ্যাপে সময় কাটান। এই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ইন্দোনেশিয়ার মানুষেরা প্রতিদিন গড়ে ৬.১ ঘণ্টা সময় ব্যয় করেন ফোনের পিছনে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে থাইল্যান্ড (Thailand)। এই দেশের মানুষেরা প্রতিদিন গড়ে ৫.৬ ঘণ্টা ফোনের জন্য ব্যয় করেন।

Daily hours Spent on Mobile and India position

লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার মানুষেরা প্রতিদিন গড়ে ৫.৩ ঘন্টা ফোনের পিছনে ব্যয় করে রয়েছেন তালিকার তৃতীয় স্থানে। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে সৌদি আরব। পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে ফুটবলের দেশ ব্রাজিল। ঠিক তারপরই অর্থাৎ ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। সমীক্ষায় জানানো হয়েছে, ভারতের বাসিন্দারা প্রতিদিন গড়ে ৪.৮ ঘন্টা সময় ব্যয় করেন ফোনের পিছনে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর