বাংলাহান্ট ডেস্ক: গত এক বছর ধরে করোনার (corona) কবলে গোটা বিশ্ব। লকডাউন, মাস্ক, স্যানিটাইজার নিত্যদিনের রুটিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আতঙ্কের মাঝেও কাজকর্ম বন্ধ রাখার জো নেই। ধীরে ধীরে নিউ নর্মাল জীবনেই অভ্যস্ত হয়ে উঠছে মানুষ। এই কঠিন সময়ে মানুষকে একটু বিনোদনের যোগান দিতেই নতুন উদ্যমে শুরু হয়েছে সিনেমা, সিরিয়াল, রিয়েলিটি শোয়ের (reality show) শুটিং।
সম্প্রতি শেষ হয়েছে জি বাংলা সারেগামাপা। এবার শুরু হতে চলেছে ডান্স বাংলা ডান্স (dance bangla dance)। সিজন ১০ এর অডিশন পর্বের সম্প্রচার শুরু হতে চলেছে আগামী ২২ মে থেকে। প্রতি শনি ও রবিবার রাত সাড়ে নটায় জি বাংলায় সম্প্রচারিত হবে এই শো। মহামারির আতঙ্ককে কিছুক্ষণের জন্য দূরে সরিয়ে যাতে মানুষের মন ভাল থাকে সেই জন্যই এই প্রচেষ্টা।
এবারের সিজনটা প্রথম থেকেই বেশ চমকদার। বহুবার অস্বচ্ছতার অভিযোগ উঠেছে রিয়েলিটি শোগুলির বিরুদ্ধে। সেই কারণেই এবার শোয়ের নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন বিচারকদের সামনে হবে প্রতিযোগী বাছাই। আর গোটা অডিশন পর্বটাই সম্প্রচারিত হবে দর্শকদের জন্য।
এবারের সিজনে থাকছে না কোনো বয়স সীমাও। অর্থাৎ আট থেকে অষ্টাদশী যে কেউই অংশগ্রহণ করতে পারবে প্রতিযোগিতায়।
বিচারকের আসন এবার আলোকিত করবেন বলিউড অভিনেতা গোবিন্দা (govinda), টলিউড সুপারস্টার জিৎ (jeet) ও জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (subhashree ganguly)। অপরদিকে প্রতিযোগীদের ‘গুরু’ হিসাবে দেখা যাবে চার পরিচিত মুখ তথা নামী নৃত্যশিল্পী দেবলীনা কুমার, ওম সাহাানি, সৌমিলি বিশ্বাস ও রিমঝিম মিত্রকে।
তবে সবথেকে বড় চমক সম্ভবত দেখা যেতে চলেছে শোয়ের সঞ্চালনায়। এই সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অভিনেতা অঙ্কুশ হাজরা ও বিক্রম চ্যাটার্জি। দুজনেই বেশ ভাল বন্ধু। দুজনের খুনশুটির নমুনাও বেশ চোখে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এহেন দুই বন্ধুর অনস্ক্রিন রসায়ন এবার চাক্ষুষ করার অপেক্ষায় দর্শকরা।
https://www.instagram.com/p/COvKuU2BRkh/?igshid=jnau2syruclc
ইতিমধ্যেই জি বাংলার অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা হয়েছে শোয়ের প্রোমো। উল্লেখ্য, তিন বিচারক শুভশ্রী, জিৎ ও গোবিন্দা তিনজনেই করোনা আক্রান্ত হয়েছিলেন। এমনকি শোনা গিয়েছিল এই শোয়ের শুটিং করতে এসেই করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। যদিও এখন তিন জনেই সুস্থ রয়েছেন।