বাংলাহান্ট ডেস্কঃ কৃষক আন্দোলনের মাঝে দেশ জুড়ে চাক্কা জ্যামের ডাক দিলেও বাদ ছিল উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ। কেন এই দুটি রাজ্য বাদ ছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষক নেতা দর্শন পাল সিং (darshan pal)। এদিকে কৃষক নেতা রাকেশ সিং টিকাইত (rakesh tikait) জানা সত্ত্বেও তাঁকে কেন জানায়নি, এই নিয়ে বিরোধ তুঙ্গে।
কৃষকরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে বিক্ষোভ প্রদর্শন করে চলেছে, তাতে করে গত ৬ ই ফেব্রুয়ারী বেলা ১২ টা থেকে দুপুর ৩ টে অবধি দেশ জুড়ে ৩ ঘণ্টার ‘চাক্কা জ্যাম’-র ডাক দিয়েছিল কৃষক সংগঠন। কিন্তু সমস্ত রাজ্যে এই নির্দেশিকা মান্য হলেও উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ কেন বাদ ছিল, তা নিয়েই উঠছে প্রশ্ন।
এই প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন কৃষক নেতা দর্শন পাল সিং। তাঁর কথায়, ‘সংবাদমাধ্যমের সঙ্গে এই চাক্কা জ্যামের বিষয়টা জানানোর আগে উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডে যে চাক্কা জ্যাম করা হবে না, সেই বিষয়টা আমাকে আগেই জানাতে পারতেন কৃষক নেতা রাকেশ টিকাইত। তবে এখন আমি বলব, তাড়াহুড়ো করে ঘোষণা করতে গিয়ে এটা হয়েছে। আর কিছুই না’।
এদিকে কদিন আগেই কৃষক নেতা রাকেশ টিকাইত জানিয়েছিলেন, ‘কৃষক আন্দোলন চলতে থাকবে। এভাবে কৃষকদের থামানো যাবে না। সরকার যতক্ষণ না আইন বাতিল করছে, কৃষকরা আন্দোলন চালিয়ে যাবে। অক্টোবর অবশি চলবে এই আন্দোলন। তারপর পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে’।
তৃণমূলের গৃহযুদ্ধ! কল্যাণের ‘মাথায় কার হাত!’ মন্তব্যের পাল্টা দিলেন তৃণাঙ্কুর