বাংলা হান্ট ডেস্ক: ৩০ এপ্রিল লন্ডনের হিথরো বিমানবন্দরে পা রেখেছিল কোয়ান্টাসের একটি বিমান। ওই বিমান থেকে নেমে এসেছিলেন পুরু গোঁফওয়ালা, গাঁট্টাগোট্টা একজন ক্রিকেটার। যিনি সদ্য অস্ট্রেলিয়ান রেকর্ড ভেঙেছেন। ওই ক্রিকেটারের নাম ডেভিড বুন। অস্ট্রেলিয়ার হয়ে ১০৭ টেস্টে ২১টি শতরানসহ ৭,৪২২ রান করেছেন যিনি। কিন্তু অনেকেই জানেন না, ৫২ ক্যান বিয়ার খেয়ে অস্ট্রেলিয়ান রেকর্ড ভেঙেছিলেন তিনি।
১৯৭৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফেরার সময় ৪৪ ক্যান বিয়ার খেয়ে রেকর্ড করেছিলেন রডনি মার্শ ও ডগ ওয়াল্টার্স। ওই ঘটনার সাক্ষী যারা ছিলেন তারা পরবর্তীকালে বলেছিলেন, পরিস্থিতি কোনও সময়েই আয়ত্তের বাইরে যায়নি। মনে করা হয়েছিল এই রেকর্ড কোনও দিন ভাঙা সম্ভব হবে না।
কিন্তু অন্যরকম ভেবেছিলেন বুন। যদিও ৪৫ টি ক্যান খেলে রেকর্ড হবে সেটা জানতেন না তিনি। ১৯৮৯ সালে লন্ডন যাওয়ার পথে গোটা অস্ট্রেলিয়া দল ১৬ বছরের পুরনো রেকর্ড ভাঙার খেলায় অংশ নেয়। সেই সময় অবশ্য অস্ট্রেলিয়া দল গঠনমূলক একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিল। যে কারণে ততকালীন অধিনায়ক অ্যালান বর্ডার ও কোচ বব সিম্পসন ক্রিকেটারদের উপর কঠোর অনুশাসন চাপাননি। ফলে কাজটা আরও সহজ হয়ে গিয়েছিল বুনের পক্ষে।
বিয়ার খেতে শুরু করার পর একে একে ক্লান্ত হয়ে রণে ভঙ্গ দেন ডিন জোন্স, জিওফ লসন, টম মুডি, মার্ক হিউজ, জিওফ মার্শ ও স্টিভ ওয়ারা।কিন্তু থামেননি বুন। একের পর এক ৩৭৫ এমএল সাইজের ৫২টি ক্যান শেষ করেন তিনি। তাঁকে অবশ্য উতসাহ দিয়ে যান সতীর্থরা।সিডনি থেকে ৩৬ ঘন্টার সফরে তিনি গড়ে ফেলেন রেকর্ড। পরবর্তীকালে ওই বিয়ার কোম্পানি বুনকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিয়োগ করেছিল।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার