বেয়ারস্টোর বদলে জয়ের কৃতিত্ব রাশিদ খানকে দিলেন ডেভিড ওয়ার্নার

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আইপিএলের (IPL) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrises Haydrabad) এবং কিংস ইলেভেন পাঞ্জাব (Kings XI Panjab)। এই ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে 69 রানে হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

এইদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করে সানরাইজার্স হায়দ্রাবাদের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টো। 55 বলে 97 রানের দুর্দান্ত ইনিংস খেলেন জনি বেয়ারস্টো। জনির এই দুর্দান্ত ইনিংসের সুবাদে নির্ধারিত কুড়ি ওভার শেষে 201 রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ।

25045889702901f32d6f45c7f880bf76e092cac01dce685ca10cb92a3fcb9e1ba7876e745

জবাবে ব্যাট করতে নেমে 132 রানেই শেষ হয়ে যায় কিংস ইলেভেন পাঞ্জাবের ইনিংস এবং 69 রানে ম্যাচ জিতে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের বোলার রাশিদ খান 4 ওভার বল করে মাত্র 12 রান দিয়ে তুলে নিয়েছেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। 97 রানের দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন জনি বেয়ারস্টো।

তবে ম্যাচ শেষে জনি বেয়ারস্টোর পাশাপাশি রাশিদ খানকেও সমান গুরুত্ব দিলেন হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ওয়ার্নার জানিয়েছেন, জনি দুর্দান্ত ইনিংস খেলেছেন তার সুবাদে আমরা এত বড় রান করতে পেরেছি। তবে এই ম্যাচে আমাদের জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রাশিদ খান। রাশিদ খান একজন সেরা বোলার। ওর চার ওভারে ম্যাচে বড় পার্থক্য গড়ে দিয়েছে। তাই জয়ের কৃতিত্ব রাশিদ খানকেও সমানভাবে দিয়েছেন ডেভিড ওয়ার্নার।


Udayan Biswas

সম্পর্কিত খবর