পাকিস্তান বোলিংকে কুপিয়ে কোহলিকে ছুঁয়ে ফেললেন ওয়ার্নার! সামনে শুধু রোহিত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ব্যাঙ্গালোরে পাকিস্তানের বিরুদ্ধে (Pakistan vs Australia) চলতি বিশ্বকাপের (2023 ODI World Cup) অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়া পাকিস্তানের বিরুদ্ধে লড়াইটা দুর্দান্তভাবে শুরু করেছিল। ডেভিড ওয়ার্নার (David Warner) এবং মিচেল মার্শের (Mitchell Marsh) ওপেনিং জুটি একটি অসাধারণ আগ্রাসী ব্যাটিং প্রদর্শন করে। দুই অজি ওপেনার প্রথম উইকেটে ২৫৯ রানের একটি অসাধারণ জুটি গড়েছিল। দুজনেই শতরান করেন এবং তাদের মধ্যে ডেভিড ওয়ার্নার একটি বিশেষ কীর্তি গড়েছেন এবং ছুঁয়ে ফেলেছেন বিরাট কোহলিকে (Virat Kohli)।

এই পার্টনারশিপটিকে যেই বিষয়টা আরও বিশেষ করে তুলেছিল, সেটা হল ৩১তম ওভারে দুই ব্যাটারই একসাথে নিজেদের সেঞ্চুরি সম্পূর্ণ করে ফেলেন। ওয়ার্নার, দুজনের মধ্যে বেশি আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। মাত্র ৮৫ বলে খেলে তিনি নিজের সেঞ্চুরি ছুঁয়েছেন। আর আজ নিজের জন্মদিন ম্যাচ খেলতে নামা মার্শ তার সেঞ্চুরি সম্পূর্ণ করতে ১০১ বল নিয়েছিলেন।

   

আজকের শতরানটি ছিল ওয়ার্নারের ৫০ ওভারের ফরম্যাটে ২১ তম শতরান। তার পাশাপাশি এটি ছিল পাকিস্তানের বিরুদ্ধে তার টানা চতুর্থ সাক্ষাতে করা চতুর্থ শতরান। কোনও এক নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে এই অসাধারণ কীর্তিটি তার আগে শুধুমাত্র ছিল ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির।

আরও পড়ুন: হার্দিক নেই! কিউয়ি বধের জন্য এবার বড় অস্ত্র ব্যবহার করতে বাধ্য হচ্ছেন রোহিত

কোহলি এর আগে ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা চারটি ওডিআই ম্যাচে শতরান করেছিলেন। ওয়ার্নারের ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে চারটি ওডিআই সাক্ষাতে যথাক্রমে ১৩০, ১৭৯, ১০৭ এবং আজ ১৬৩ রানের ইনিংস খেলেছেন।

আরও পড়ুন: খুব দ্রুতই ভেঙে দেবেন ক্রিকেট ঈশ্বরের রেকর্ড! কোহলিকে নিয়ে হিংসায় জ্বলছেন সচিন টেন্ডুলকার?

এটি ছিল ডেভিড ওয়ার্নারের কেরিয়ারে সপ্তম ওডিআই ইনিংস যেখানে তিনি ১৫০ রানের গন্ডি অতিক্রম করতে পেরেছেন। ওডিআই ফরম্যাটে তার চেয়ে বেশি এই কাজ শুধুমাত্র করতে পেরেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতীয় অধিনায়ক, যিনি হিটম্যান নামে পরিচিত, তিনি নিজের কেরিয়ারে ৮ বার এই কাজটা করতে পেরেছেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর