পার্থ, পরেশের পর এবার আরেক TMC বিধায়ক! কয়লাপাচার কাণ্ডে সওকত মোল্লাকে তলব CBI-র

বাংলাহান্ট ডেস্ক : কয়লা পাচার কাণ্ডে এবার জড়ালো আরও এক তৃণমূল নেতার নাম। আগামীকাল, শুক্রবার বেলা ১১ টায় ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে তলব করল সিবিআই। নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার সময় ওই তৃণমূল নেতাকে সঙ্গে নিতে হবে পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাঙ্কের লেনদেনের সমস্ত নথি।

কয়লা পাচার কাণ্ডে জড়াচ্ছে একের পর এক তৃণমূল নেতার নাম। এমনকি এই দূর্নীতি মামলায় নাম জড়ায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়েরও। একাধিকবার অভিষেক এবং রুজিরাকে দিল্লিতে তলব করে ইডি। এছাড়াও তলব করা হয়েছে শাসকদলের বহু নেতাকেই। কেউ হাজিরা দিয়েছেন, কেউ আবার এড়িয়ে গেছেন কেন্দ্রীয় তদন্তকারী দলের তলব। এরপর এবার সওকত মোল্লাকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিল সিবিআই।

সম্প্রতি রাজ্যের একাধিক মামলার তদন্তভাব গিয়েছে সিবিআইয়ের হাতে। গত কয়েক মাসে বাংলার দুর্নীতি মামলার তদন্তে অতি সক্রিয় কেন্দ্রীয় এই তদন্তকারী দল। এসএসসি নিয়োগ কেলেঙ্কারি মামলা, গিরু পাচার মামলাতেও সক্রিয় তারা। এসএসসি কেলেঙ্কারি মামলায় ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে দফায় দফায় জেরা করেছে সিবিআই। চাকরি খুইয়েছেন পরেশ কন্যা অঙ্কিতা।

শুধু সিবিআইই নয়, কয়লাপাচার কাণ্ডে তদন্ত করছে ইডিও। ইডির অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে লাগাতার দিল্লিতে তলবের বিরুদ্ধে সওয়াল করে সুপ্রিমকোর্টে আবেদন জানিয়েছিলেন তাঁরা। কয়লাপাচার কাণ্ডের আইনি লড়াইতে জয় পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়। অভিষেক এবং রুজিরাকে জেরা করতে হলে কলকাতাতেই করতে হবে, গত ১৭ মে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে এমনটাই সাফ জানিয়ে দিয়েছে সুপ্রিমকোর্ট। এবার আগামীকালই সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কথা সওকত মোল্লার। নিজাম প্যালেসে শুক্রবার দেখা মেলে কি না তৃণমূল বিধায়কের, সেটাই এখন দেখার।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর