এপ্রিলেই পোয়া বারো সরকারি কর্মীদের! একসাথে ঢুকবে বর্ধিত ও বকেয়া DA

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ প্রতিশ্রুতি মতোই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ (Dearness Allowance) বাড়ানো হয়েছে। গত ২৮ মার্চ ২ শতাংশ হরে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে মোদি সরকার। কেন্দ্রের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী এপ্রিলের বেতন এবং পেনশনের সাথেই বর্ধিত হারে ডিএ পাবেন সরকারি কর্মচারীরা। সরকারি তথ্য অনুযায়ী ১ জানুয়ারি থেকেই বর্ধিত হারে বর্ধিত ডিএ পাবেন তাঁরা।

কতটা বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন? (Dearness Allowance)

জানা যাচ্ছে এপ্রিল মাসের বেতন এবং পেনশনের সাথে বিগত তিন মাসের বর্ধিত ডিএ-ও (Dearness Allowance) যুক্ত করা হবে। অর্থাৎ প্রত্যেক মাসে ডিএ বৃদ্ধির পাশাপাশি গত তিন মাসের বকেয়া ডিএ-র টাকাও এককালীন পাবেন তাঁরা। বর্তমানে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরা নূন্যতম ১৮ হাজার টাকা বেতন পেয়ে থাকেন। ডিএ বৃদ্ধির ফলে সেই সাথে যুক্ত ৩৬০ টাকা। এছাড়াও বকেয়া বাবদ তারা পাবেন ১,০৮০ টাকা। অন্যদিকে অবসরপ্রাপ্ত পেনশনভীদের ক্ষেত্রে ন্যূনতম পেনশন ৯ হাজার টাকা হলে প্রত্যেক মাসে তা ১৮০ টাকা করে বাড়বে। এছাড়া বকেয়া বাবদ গত তিন মাসের ৫৪০ টাকাও পাবেন তাঁরা।

সাধারণত সরকারি কর্মচারীদের জন্য বছরে দু’বার ডিএ (Dearness Allowance) ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। মার্চের পর পরবর্তী মহার্ঘভাতা অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে ঘোষণা করা হতে পারে বলে খবর। সেক্ষেত্রে নতুন ঘোষণা অনুযায়ী জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বর্ধিত হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা।

আরও পড়ুন: ‘‌মুখ্যমন্ত্রী জানেন কী করতে হবে’‌, ভাগ্য ফিরবে চাকরিহারাদের? ৭ এপ্রিল নিয়ে বড় ইঙ্গিত কুণালের

প্রসঙ্গত অষ্টম বেতন কমিশন গঠনের ব্যাপারে জল্পনা চলছে অনেকদিন ধরেই। চলতি বছরের শুরুর দিকেই অষ্টম বেতন কমিশন গঠন করার কথা  ঘোষণা করেছে মোদী মন্ত্রিসভা। সব ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারি থেকেই তা চালু হয়ে যাবে। অষ্টম বেতন কমিশনের আর্থিক সুবিধা পাবেন পেনশনভোগীরাও। আগামীদিনে কর্মচারীরা সবাই সংশোধিত বেতন কাঠামোর আওতায় চলে আসবেন। জানা যাচ্ছে, অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে আগামীদিনে মূল বেতনের সঙ্গে ডিএ মিশে যাবে। এরপর আবার শূন্য থেকে মহার্ঘ ভাতার হিসাব করা হবে।

Central Government employees 8th Pay Commission salary pension hike latest update

কেন্দ্রের দাবি,আগামী দিনে কেন্দ্রের মোট ৪৮.৬ লক্ষ কর্মচারী বর্ধিত হারে ডিএর পাবেন। এছাড়াও পেনশন বাড়বে ৬৬.৫ লক্ষ অবসরপ্রাপ্তের। জানা যাচ্ছে, ২ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে কেন্দ্রের সরকারি কোষাগার থেকে বছরে অতিরিক্ত প্রায় ৬,৬১৪.০৪ কোটি টাকা খরচ হবে।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X