বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরেই সুখবর। বহু অপেক্ষার পর জানুয়ারি মাসের বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance)। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের আরও সাত শতাংশ ডিএ বাড়ানো হচ্ছে চলতি মাস থেকেই। সিএম এর এই ঘোষণার পরই খুশির হাওয়া রাজ্যে।
জানিয়ে রাখি, সম্প্রতি এই ডিএ বৃদ্ধির (DA Hike) ঘোষণা করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীদের সাত শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়েছে। এতদিন রাজ্য সরকারি কর্মচারীরা ৩২ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন। ৭ শতাংশ বাড়ায় এবারে তা বেড়ে হল ৩৯ শতাংশ।
এবারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাথে অনেকটাই কমল এই রাজ্যের সরকারি কর্মীদের ডিএ-র ফারাক। প্রসঙ্গত, কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্র। তিন শতাংশ বৃদ্ধির ফলে বর্তমানে তারা ৫৩% হারে ডিএ পাচ্ছেন। গত বছর জুলাইয়ে তিন শতাংশ ডিএ বৃদ্ধি পেয়েছিল তাদের। ফের জানুয়ারিতেই ডিএ বাড়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ফের বাড়বে তাপমাত্রা! শীতের মাঝেও বৃষ্টি একাধিক জেলায়: আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গ সরকারের তরফে অবশ্য এখনও ডিএ বৃদ্ধির কোনও ঘোষণা করা হয়নি। গত বছরের শেষে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ ডিএ বৃদ্ধির আশা করছিলেন। তবে তেমন কিছু হয়নি। বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন বাংলার সরকারি কর্মীরা।
আরও পড়ুন: ‘অন্য কোনও দুর্নীতিরও হতে পারে..,’ জ্যোতিপ্ৰিয়র জামিন মামলায় বড় প্রশ্ন তুলে দিলেন বিচারক
দীপাবলির সময়ে কেন্দ্রের ডিএ বৃদ্ধির পর একাধিক রাজ্য সরকারও ডিএ বৃদ্ধির পথে হেঁটেছে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম থেকেছে পশ্চিমবঙ্গ। গত বছর অবশ্য দু’দফায় তাদের মোট আট শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। এবার নতুন বছরে জানুয়ারির ৭ তারিখ ডিএ মামলা উঠবে সুপ্রিম কোর্টে। সেখানে কি হয় সেটাই দেখার।