বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমববঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার শুনানি শেষ হলেও রায়দান এখনও বাকি রয়েছে। সেই রায় কোন দিকে যায় সেদিকে নজর রয়েছে সকলের। এরই মধ্যে পুজোর আগে রাজ্যের সরকারি কর্মচারীদের বিরাট সুখবর ত্রিপুরা সরকারের। ৩% মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে মানিক সাহার সরকার।
পড়সি রাজ্যে বাড়ল ডিএ | Dearness Allowance
শিক্ষক দিবসের অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সরকারি কর্মীদের উদ্দেশে বার্তা দেন। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী হিসেবে আমার কার্যকালের ২৯ মাসে আমি সরকারি কর্মচারীদের ২৯ শতাংশ ডিএ দিয়েছি। আমরা রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ-র মধ্যে যে ফারাক রয়েছে তা কমিয়ে ফেলার চেষ্টা করছি।’ এবার সেই মত রাজ্যের সকল কর্মচারীর ডিএ বৃদ্ধি করা হল।
৩% ডিএ এবং বৃদ্ধির প্রভাব আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। সরকারের এই সিদ্ধান্তে প্রায় ১,০০,০০০ কর্মচারী এবং ৮৪,০০০ পেনশনভোগীর জন্য সুখবর এল। ডিএ বৃদ্ধির বিষয়ে মানিকবাবু বলেন, “আমাদের সরকার জনগণের সরকার। ২০১৮ সালে ক্ষমতায় আসার পর, আমরা বেতন এবং পেনশন পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করেছি। ১ অক্টোবর, ২০১৮ থেকে সপ্তম বেতন কমিশন বাস্তবায়ন করা হয়েছে।”
আরও পড়ুন: “ইউক্রেন যুদ্ধে মদত দিচ্ছে ভারত”, এবার ট্রাম্পের আজগুবি দাবি খারিজ করলেন জেলেনস্কি, স্পষ্ট জানালেন…
মুখ্যমন্ত্রী আরও জানান, “ডিএ এবং ডিআর বৃদ্ধির ফলে রাজ্যের উপর ২৫ কোটি টাকার অতিরিক্ত বোঝা পড়বে সরকারি কোষাগারে”। উল্লেখ্য, বর্তমানে ত্রিপুরার রাজ্য সরকারি কর্মচারীরা ৩৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এবার ৩% বাড়ায় তা পৌঁছল ৩৬ শতাংশে।
এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএ-র পরিমাণ ৫৫ শতাংশ। দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা আরও ৩-৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৮-৫৯ শতাংশে পৌঁছে যেতে পারে। বর্তমানে কেন্দ্রীয় এবং রাজ্য কর্মচারীদের মধ্যে ডিএ-র ১৯% পার্থক্য থাকল।