বাংলা হান্ট ডেস্কঃ চলছে লোকসভা নির্বাচন। ভোটের দিনক্ষণ ঘোষণার কিছুদিন আগেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করেছে রাজ্য সরকার। ফেব্রুয়ারী মাসে বাজেট পেশ করে ৪% বৃদ্ধি করেছে রাজ্য। আগে ১০ শতাংশ করে মহার্ঘ ভাতা বা ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মীরা। বর্তমানে তা পৌঁছেছে ১৪ শতাংশে।
ভোটের আবহে ডিএ বৃদ্ধি নিয়ে একদিকে যেমন খুশি সরকারি কর্মীদের একটা অংশ, তেমনি অন্য দিকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন বহু সরকারি কর্মীরা। এরই মাঝে এবার রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে একটি মামলা দায়ের হয়েছে হাইকোর্টে (Calcutta High Court)। এমনই গুরুত্বপূর্ণ আপডেট সামনে এল।
দীর্ঘদিন ধরেই ইউনিটি ফোরামের তরফ থেকে রাজ্যের ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট হাতে পাওয়ার চেষ্টা করছিল। এই নিয়ে মামলাও হয় কলকাতা হাই কোর্টে। আদালতে সরকারি কর্মীদের সংগঠন জয়লাভ করেছিল। তবে তারপরও রাজ্য সরকার নির্দেশ মানেনি।
আগেই ইউনিটি ফোরামের আবেদন মেনে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে আদালতের নির্দেশে কর্ণপাত করেনি রাজ্য। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করেনি রাজ্য সরকার। সূত্রের খবর, ফের একবার আদালতে মামলা দায়ের হয়েছে।
আদালত নির্দেশ দেওয়ার পরও তা না মানায় আদালত অবমাননার মামলার আবেদন করা হয়। সেই আবেদন গৃহীত হয়েছে ২৪ মে। বর্তমানে হাইকোর্টে গরমের ছুটি চলছে। ১০ জুন তা খুলছে। আদালত সূত্রে খবর আগামী ১৪ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। বিবাদী পক্ষ হিসেবে থাকবেন রাজ্য সরকারের অর্থ দফতরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্যসচিব। হাই কোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: একটু পরই দক্ষিণবঙ্গে শুরু তাণ্ডব! কখন আছড়ে পড়বে রাক্ষুসে ‘রেমাল’? ৬ জেলায় রেড অ্যালার্ট
প্রসঙ্গত, ইউনিটি ফোরামের তরফ থেকে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টের বিশদ জানতে আরটিআই করা হয়েছিল। যদিও তার জবাব মেলেনি। এরপর অভিযোগ তুলে হাই কোর্টে দায়ের হয় মামলা। আদালত ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করার জন্য রাজ্যকে নির্দেশ দেয়। যদিও সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য। এই ইস্যুতেই এবার অবমাননার মামলা দায়ের করেছে ইউনিটি ফোরাম।