প্রয়াত হয়েছেন মা, এদিকে ডেথ সার্টিফিকেট এল বাবার নামে! ব্যাপক শোরগোল জলপাইগুড়িতে

বাংলাহান্ট ডেস্ক : মৃত্যুর পর মৃত্যুর শংসাপত্র অত্যন্ত জরুরী একটি নথি। কোনও চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষ এই মৃত্যু শংসাপত্র দিয়ে থাকে। কিন্তু একটি অদ্ভুত ঘটনা ঘটল জলপাইগুড়িতে (Jalpaiguri)। মৃত মায়ের নামে ডেথ সার্টিফিকেট দেওয়ার বদলে ছেলেকে দেওয়া হল জীবিত বাবার নামে ডেথ সার্টিফিকেট (Death Certificate)!

রাকেশ ওরাঁও জলপাইগুড়ি শহর সংলগ্ন ভান্ডিগুড়ি চা-বাগান এলাকার বাসিন্দা। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তার মা রুপনিকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয় গত ১০ ই মার্চ। এই হাসপাতালে তিনি ভর্তি ছিলেন চার দিন। এরপর গত ১৪ ই মার্চ মৃত্যু হয় রুপনির। এরপরই সমস্যার শুরু।

   

নিয়ম অনুযায়ী হাসপাতালে যদি কারোর মৃত্যু ঘটে তাহলে ডেথ সার্টিফিকেট জারি করে ওই হাসপাতাল কর্তৃপক্ষ। মৃতের পরিবারকে এই মৃত্যু শংসাপত্র বা ডেথ সার্টিফিকেট তুলে দেয় হাসপাতাল। রাকেশকেও এক্ষেত্রে তুলে দেওয়া হয়েছিল ডেথ সার্টিফিকেট। আর তারপরেই দেখা যায়, সেই সার্টিফিকেটে ঘটে গিয়েছে বড়সড় ভুল।

সূত্রের খবর, সেই ডেথ সার্টিফিকেটে তার মৃত মায়ের বদলে নাম রয়েছে জীবিত বাবার। রাকেশ বলছেন তার বাবা জীবিত। বাড়িতেই রয়েছেন। এরপর এই বিষয়টি নিয়ে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই কীভাবে ভুল হল তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

 

অন্যদিকে, এই ঘটনাটি চাউর হওয়ার সাথে সাথেই হাসপাতাল জুড়ে শোরগোল পড়ে গেছে। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের এম‌এসভিপি কল‍্যাণ খাঁ শেষ পর্যন্ত জানিয়েছেন, “হয়তো কোনও ভুল হয়েছে ডেথ সার্টিফিকেটে। আমরা এই বিষয়টি খতিয়ে দেখব। ভুল থাকলে তা সংশোধন করে দেওয়া হবে।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর