বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে জোর কদমে চলছে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি। বৃহস্পতিবার গঠিত হল তৃণমূল কংগ্রেসের যুবর নতুন রাজ্য কমিটি (TMC Youth Committee)। সভানেত্রী পদে আসীন রইলেন সায়নী ঘোষ। বুধবার তৃণমূল কংগ্রেস যুবর নতুন কমিটিতে ৪৭ জন সদস্যের নাম ঘোষনা হয় । সম্পাদক করা হয়েছে চিকিৎসক অনির্বাণ দলুই ও রাজীব বিশ্বাসকে। তবে সকলকে অবাক করে দীর্ঘ এই কমিটি থেকে বাদ পড়েছেন দেবাংশু ভট্টচার্যের মতো তৃণমূলের জনপ্রিয় মুখ। আর এই নিয়েই শুরু হয়েছিল জল্পনা। যুবর কমিটিতে দেবাংশুর নাম নেই কেন সেই নিয়ে উঠছিল প্রশ্ন।
অন্যদিকে নিজের ফেসবুক থেকে লাইভে এসে এই প্রসঙ্গে দেবাংশু বলেন, ‘গত ৪ মার্চ ২০২১ এবং ৩০ নভেম্বর ২০২২ দুটি দিন আমার কাছে একই। কারণ প্রথম তারিখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, আমি কেন বিধানসভার টিকিট পায়নি? এই নিয়ে তখন শোরগোল পড়েছিল। যে খেলা হবে বললেন তাঁকেই খেলায় নেওয়া হল না! এবার সবাই বলছে, দেবাংশু চৌকাঠে শুয়েই রইল। কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক। তাই দল যে দায়িত্ব দেবে সেটাই পালন করব। এভাবে বাকিদের বিভ্রান্ত করা উচিত নয়।’
সাথেই তিনি বলেন, ‘অনেকে মিম করেছেন। সেটা দেখে ভাল লেগেছে। যিনি করেছেন তাঁকে ধন্যবাদ জানাই। কারণ আমি মজা পেয়েছি। বিজেপি নেতা বলছেন, তাঁদের দলে আমায় নিয়ে আলোচনা হচ্ছে। তাঁরা নিজের দল নিয়ে মাথা ঘামালে ভাল হয়। আমাকে আমার দল অন্য কোনও দায়িত্বে কাজে লাগাবে। তাই আমি যুবর কমিটিতে নেই। যদিও সায়নী ঘোষের সঙ্গে আমার দারুণ সম্পর্ক। সবসময় সাহায্য করেছেন এবং সমন্বয় করেছেন। আমি তাঁর কাছে কৃতজ্ঞ।’
এরপর দলত্যাগী বিরোধীদের উদ্দেশ্যে তোপ দেগে তিনি বলেন, ‘আমি তো শুভেন্দু–বৈশালী নই। যে পদ না পেলে দল ছেড়ে দেব। আপনার মা আপনাকে ভালবাসবে। আবার মা শাসন করবে। এটা পরিবারে যেমন হয় তেমন দলেও হয়। হয়তো দল আমাকে অন্য কোনও দায়িত্ব দেবে। সেটাই ফেসবুকে আপডেট করেছি। ওই পদে আমি নেই। তাই অনেকে ধরে নিলেন এবং মন্তব্য করলেন আমি দল ছেড়ে দিয়েছি। যাঁরা এটা করল তাঁরাই মুর্খামি করেছে। আমি দলের হয়ে কাজ করার জন্য প্রস্তুত। দলের উপর ভরসা রাখুন। আমার পাখির চোখ ২০২৪ সাল। দলকে জিজ্ঞাসা করেছি আমার পরবর্তী কাজ কী? সেটা জানালে সেভাবে কাজ করব। আমি তৃণমূল কংগ্রেসেই আছি। দল ছাড়িনি।’
দেবাংশুর ধৈর্যই যেন ফল আনলো। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিতর্কের কয়েক ঘন্টার মধ্যেই দেবাংশু ভট্টাচার্যকে নতুন দায়িত্বভার দিল দল। সূত্রের খবর, তৃণমূলের পশ্চিমবঙ্গের সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের ইনচার্জ হয়েছেন এবার দেবাংশু ভট্টাচার্য। আর এই খবর দেবাংশু নিজে দিয়েছেন সবাইকে।
প্রসঙ্গত, একদিন আগে ফেসবুকে তৃণমূল ছাড়ার কথাও পোস্ট করেন দেবাংশু। পরে তা তিনি নিজেই মুছে দেন। তবে কথায় বলে, ‘সবুরে মেওয়া ফলে’ দেবাংশুর ক্ষেত্রে যেন সে কথাই প্রমাণিত হল। দল তরফে উল্লেখযোগ্য দায়িত্ব পেল দেবাংশু ভট্টাচার্য।