দল বদলাব, রেগে আছি, টিকিট পাইনি কেন, লাইভ এসে বিরোধীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দেবাংশু ভট্টাচার্য্য

তৃণমূল কংগ্রেসে টিকিট পাওয়া না পাওয়া নিয়ে ব্যাপক শোরগোল ছড়িয়েছে। কিছু নেতা রয়েছেন যারা টিকিট না পেয়ে দলত্যাগ করেছেন। আবার কিছু নেতা এমন রয়েছেন যারা টিকিট পেয়েও পিছিয়ে গেছেন এবং দলে যাওয়ার চিন্তাভাবনা করছেন। সবমিলয়ে তৃণমূলের পার্থীদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা ব্যাপক। তবে সবকিছুর মধ্যে থেকে এখন চর্চার তুঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রবক্তা দেবাংশু ভট্টচার্য(Debangshu bhattacharya)।

আসলে সোশ্যাল মিডিয়ায় দেবাংশুকে নিয়ে যে ট্রোল শুরু হয়েছে তা এখন থামার নাম নিচ্ছে না। অনেকেই বলেছেন যে দেবাংশু এতো খেটেও টিকিট পেল না। লাগাতার সোশ্যাল মিডিয়ায় ট্রোল হওয়ার পর এই ইস্যুতে নিজেই মুখ খুলেছেন দেবাংশু। নিজের ফেসবুক প্রোফাইলে এসে “দল বদলাব ? রেগে আছি ? টিকিট পাইনি কেন ? ” ক্যাপশন দিয়ে দেবাংশু যা বলেন তা ফেসবুকে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে।

লাইভে এসে দেবাংশু বলেছেন যে, বিজেপি ও বাম বন্ধুরা তার খ্যাতি বাড়িয়ে দিচ্ছে। একটা ২৫ বছরের ছেলের জন্য এর থেকে বেশি কিছু আর পাওয়না থাকতে পারে না বলে মত প্ৰকাশ করেন দেবাংশু। তিনি আরো বলেন, যারা বলেছেন যে টিকিট পেল না, টিকিট পেল না। তাদের মানসিকতা টিকিট পাওয়া অবধি সীমাবদ্ধ, তারা নীতি আদর্শের জন্যেও পার্টিকে ভালোবাসার ব্যাপারে কিছুই জানেন না।

দেবাংশু বিজেপি সমর্থকদের কটাক্ষ করে বলেন, বিশ্বের সবথেকে বড়ো পার্টির সবথেকে বড়ো নেতাকেও তার খেলা হবে কথা উল্লেখ করতে হচ্ছে। একই সাথে দেশের ন্যাশনাল মিডিয়া পর্যন্ত ‘খেলা হবে’ কথা নিয়ে মেতে আছেন। দেবাংশু বলেন, ন্যাশনাল মিডিয়াগুলিতে দেখাচ্ছে, যে খেলা হবে বলেছিল সেই খেলা থেকে বাদ। মাত্র ২৫ বছর বয়সে আমাকে আপনারা যেটা দিয়েছেন সেটা অনেকে। যারা আমাকে গালাগালি করেন তারাও শুভাকাঙ্ক্ষী।

দেবাংশু বলেন, আমার বয়স ১ এপ্রিল ১৯৯৬ তাই বালি থেকে আমাকে টিকিট দেওয়া সম্ভব ছিল না। আমাকে দল কখনো টিকিট দেওয়ার কথা বলেনি এবং আমিও দলের কাছে টিকিট চাইনি। তাই যারা টিকিটের নিয়ে ট্রোল করছো মনে রেখে বন্ধুরা যখন আমি তোমাদের পাড়ায় গিয়ে আমার দলের প্রচার করবো তখন আপসোস করবে যে, দেবাংশুকে টিকিট দিলেই হয়তো ভালো হতো।


সম্পর্কিত খবর