কেমন প্রেমিকা খুঁজছে দেবাংশু? জানালেন একান্ত সাক্ষাৎকারে

বাংলাহান্ট ডেস্কঃ একুশের নির্বাচনের দামামা বাজতেই শাসক বিরোধী সব শিবিরই নির্বাচনী প্রচারে ব্যস্ত। ফের রাজ্যে প্রত্যাবর্তনের আশা দেখছে শাসকদল তৃণমূল (TMC), তো এবারের নির্বাচনকে পাখির চোখ করে পরিবর্তনের ডাক দিচ্ছে বিজেপি (BJP)। সবদলই কোমর বেঁধে নেমে পড়েছে প্রচারের ময়দানে। ভোট চলাকালীন নিঃশ্বাস ফেলার সময় নেই দলগুলির নেতা-মুখপাত্রদের। তারই মাঝে কখনও কখনও তাঁরা ধরা দিচ্ছেন সংবাদমাধ্যম গুলিতে একান্ত সাক্ষাৎকারে।

সেই মত একুশের হাইভোল্টেজ লড়াইয়ে তৃণমূলের অন্যতম চর্চিত মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যও (Debangshu Bhattacharya) ধরা দিলেন একটি সংবাদমাধ্যমের একান্ত সাক্ষাৎকারে। সেখানে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এবারের প্রেস্টিজ ফাইটের ট্রেন্ডিং সং ‘খেলা হবে’র মাধ্যমে কথাবার্তা শুরু করেন। সেই কথোপকথনে বর্তমান সময়ে নিজের ব্যস্ততা থেকে বাড়িতে মায়ের কষ্টের কোথাও জানান বঙ্গ রাজনীতির অন্যতম ‘সিঙ্গল’ তরুণ মুখ দেবাংশু ভট্টাচার্য।

An Images

তাঁকে এই সাক্ষাৎকারে রিলেশনশিপ স্ট্যাটাস ‘সিঙ্গল’ কিনা জানতে চাওয়া হলে, অত্যন্ত কৌশলী হয়ে তাঁর উত্তর বাংলার কোটি কোটি মানুষ তাঁর সঙ্গে রয়েছেন বলে জানান তিনি। তারপরেই সরাসরি তাঁকে প্রেমিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘আপাতত সময় নেই তাঁর কাছে’। তবে ভোটের ফলাফলের পর বিষয়টি নিয়ে ভাবতে পারেন তিনি বলে জানান। সেখানে তাঁর কেমন প্রেমিকা পছন্দ জিজ্ঞেস করা হলে, তারও জবাব দেন দেবাংশু।

তিনি বলেন, ‘মহিলা হলেই চলবে। বর্ণ নিয়ে চিন্তা নেই। আমরা তৃণমূল কংগ্রেস সমর্থকরা সবাইকে স্বাগত জানায়। তবে আর বিশেষ কিছু দাবিদাওয়া না থাকলেও, তাঁকে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক হতে হবে।’ অর্থাৎ কোনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক ভালোবেসে কাছে এলে তাঁর আপত্তি নেই তাতে।

সম্পর্কিত খবর