বাংলাহান্ট ডেস্ক: দুদিন অন্তর অন্তর সম্পর্ক ভাঙছে টেলিপাড়ার তারকাদের। মাস কয়েক আগেই বিচ্ছেদ হয়েছে অভিনেতা সায়ন্ত মোদকের দ্বিতীয় সম্পর্কে। এবার ভাঙন ধরল তাঁর প্রাক্তন প্রেমিকা দেবচন্দ্রিমা সিংহ রায়ের (Debchandrima Singha Roy) সম্পর্কেও। চর্চিত প্রেমিক রিজওয়ান রব্বানি শেখের (Rezwan Rabbani Sheikh) সঙ্গে নাকি দূরত্ব বেড়েছে তাঁর।
এখন সব সম্পর্কেরই খোঁজখবর পাওয়া যায় সোশ্যাল মিডিয়া থেকে। ফলো আনফলোই আধুনিক যুগের আড়ি ভাব। চর্চিত জুটি হঠাৎ একে অপরকে আনফলো করা মানেই সমস্যা, এটা ধরেই নেওয়া হয়। অতি সম্প্রতি নেটপাড়ায় গুঞ্জন ছড়িয়েছে, দেবচন্দ্রিমা আর রিজওয়ান নাকি একে অপরকে আনফলো করে দিয়েছেন ইনস্টাগ্রামে।
দুজনেই সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় থাকেন। একসঙ্গে বেশ কিছু ছবিও ছিল তাঁদের। সিরিয়ালের শুটিং থেকে শুরু করে বিভিন্ন ইভেন্ট, অনুষ্ঠান, ফটোশুটের ছবিও শেয়ার করেছেন তাঁরা। কিন্তু এখন নাকি দেবচন্দ্রিমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রিজওয়ানের কোনো ছবিই নেই।
এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের তরফে রিজওয়ানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্ট বলেন, তিনি কাউকে আনফলো করেননি। তবে দেবচন্দ্রিমা করেছেন কিনা সেটা তিনি জানেন না, কারণ তিনি দেখেননি। তাই কিছু না দেখে কোনো মন্তব্য করাটা ঠিক নয় বলেই মনে করেন অভিনেতা।
দেবচন্দ্রিমার সঙ্গে তাঁর চর্চিত সম্পর্ক এবং বিচ্ছেদ নিয়ে পর্দার ‘আর্য’ বলেন, সম্পর্ক থাকলে তবে তো বিচ্ছেদ হবে। সোশ্যাল মিডিয়াতেই লোকেরা বলছে যে তাঁরা প্রেম করছেন, আবার তাঁরাই এখন বলছে যে তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। তাই লোকেরাই ভেবে নিক যে যা ভাবার, বক্তব্য রিজওয়ানের। সেই সঙ্গে তিনি আরো বলেন, তাঁরা বরাবর বলে এসেছেন যে তাঁরা শুধুই ভাল বন্ধু এবং সহকর্মী। এখনো সেটাই বলবেন।
একসঙ্গে কাজ করতে গিয়েই বন্ধুত্বের সূত্রপাত দেবচন্দ্রিমা এবং রিজওয়ানের। ‘সাঁঝের বাতি’ সিরিয়ালের নায়ক নায়িকা ছিলেন দুজনে। দুটি সিজন ধরে চলেছিল সাঁঝের বাতি সিরিয়ালটি। এরপর বড়পর্দায় প্রজাপতি আর তারপর ওয়েব সিরিজ হোমস্টে মার্ডারসে দেখা যায় দেবচন্দ্রিমাকে। হঠাৎ রিজওয়ানের সঙ্গে তাঁর দূরত্বের কারণ জানা না গেলেও অনেকে কটাক্ষ করছেন, উন্নতি করেই চর্চিত প্রেমিককে ভুলেছেন তিনি। তবে কোনো মন্তব্য এখনো করেননি দেবচন্দ্রিমা।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার