সময়ের আগেই জন্ম নিয়েছে অপরিণত শিশু, দ্বিতীয় সন্তানকে প্রথম বার প্রকাশ‍্যে আনলেন দেবিনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত ১১ নভেম্বর দেবিনা বন্দ‍্যোপাধ‍্যায়ের (Debina Bonnerjee) দ্বিতীয় বার মা হওয়ার খবর প্রকাশ‍্যে আসতেই শোরগোল পড়েছিল নেটদুনিয়ায়। নির্ধারিত সময়ের অনেক আগেই দ্বিতীয় সন্তানের জন্ম দেন অভিনেত্রী। স্বামী গুরমীত চৌধুরী সুখবরটা শেয়ার করেন সোশ‍্যাল মিডিয়ায়। এবার অনুরাগীদের জন‍্য সদ‍্যোজাতর প্রথম ঝলক দেখিলেন দেবিনা।

চিকিৎসকদের নির্ধারিত সময়ের অনেক আগেই ভূমিষ্ঠ হওয়ায় অপরিণত রয়ে গিয়েছে দেবিনা গুরমীতের দ্বিতীয় সন্তান। এবারেও কন‍্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। দেবিনা গুরমীতের প্রথম সন্তান লিয়ানার বয়স মোটে সাত মাস। এর মধ‍্যেই দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী।


সোশ‍্যাল মিডিয়ায় সুখবরটা ফাঁস করে গুরমীত জানান, চিকিৎসকদের নির্ধারিত সময়ের আগেই সন্তানের জন্ম দিয়েছেন দেবিনা। ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন অভিনেতা। ছবিতে দেখা গিয়েছে, স্ত্রী দেবিনার কপালে চুম্বন করছেন তিনি। কয়েকটি গোলাপি বেলুন হাতে ধরে রেখেছেন দেবিনা। সঙ্গে লেখা, ‘ইটস আ গার্ল’।

বলা বাহুল‍্য, অনেক আগেই ভূমিষ্ঠ হয়েছে নবজাতক। তাই হাসপাতালেই চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। নিজের ইউটিউব চ‍্যানেলে নবজাতকের একটি ভিডিও শেয়ার করেছেন দেবিনা। সেখানে দেখা যাচ্ছে, মায়ের থেকে দূরে একটি জায়গায় রাখা হয়েছে অপরিণত শিশুটিকে। চিকিৎসকরা সতর্ক দৃষ্টিতে রেখেছেন তাকে। যদিও সেখানে সদ‍্যোজাত মেয়ের মুখ ঢেকে দিয়েছেন দেবিনা।

 

ভিডিওতে তিনি লিখেছেন, ‘আমাদের মিরাক‍্যল সন্তান পৃথিবীতে আসার জন‍্য একটু বেশিই তাড়ায় ছিল।’ সঙ্গে অনুরাগী এবং শুভাকাঙ্খীদের ধন‍্যবাদ জানিয়েছেন তিনি ভালবাসা এবং প্রার্থনা জন‍্য। নবজাতক সুস্থ আছে বলে জানান দেবিনা। আপাতত ছোট মেয়েকে বাড়ি নিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁরা।

সম্পর্কিত খবর

X