বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেট মাঠে গুরু বা মেন্টরকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন কোনও খেলোয়াড়, এই ধরনের ছবি খুব একটা বেশি দেখা যায় না। শুক্রবার এমনই এক বিরল মুহূর্তের সাক্ষী থাকলো ভারতীয় ক্রিকেটমহল। এদিন রাতে ১৪তম আইপিএলে(IPL 2021) কিংস ইলেভেন পঞ্জাবেের বিরুদ্ধে মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস। ম্যাচ শুরুর আগে নেট প্র্যাকটিস চলছিল। হঠাৎ চেন্নাইয়ের নেট প্র্যাকটিসে চলে আসেন মহম্মদ শামি(Mohammad Shami)। সেখানে দিপক চাহারের সঙ্গে কথা বলতে দেখা যায় শামিকে । কথা বলে চলে যাওয়ার সময় হঠাৎ করেই শামির পায়ে হাত দিয়ে প্রণাম করেন চাহার। এই ছবিটাই ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়।
Caption this 🤔#IPL2021 #PBKSvCSK #CSK #PBKS pic.twitter.com/zVW1TgEcAW
— Cricbuzz (@cricbuzz) April 17, 2021
https://platform.twitter.com/widgets.js
নেটিজেনরা তো বলতে শুরু করেছেন, গুরু শামির আশীর্বাদ নিয়েই শুক্রবার পাঞ্জাবকে গুঁড়িয়ে দেন চাহার। অনেকে মহম্মদ শামির কারণে দীপক চাহার এত বেশি উইকেট পেয়েছেন বলেও মন্তব্য করেছেন। মাত্র ১৩ রান দিয়ে চার উইকেট নিয়ে পাঞ্জাবের টপ অর্ডারকে একাই শেষ করে দেন চাহার। দীপকের মতো এই ম্যাচে শামির বোলিংও দুর্দান্ত ছিল। যদিও ব্যাটিং বিপর্যয়ের কারণে তার দল এই ম্যাচে একতরফা পরাজয়ের মুখ দেখেছে। শামি চার ওভারে ২১ রান দিয়ে দুই উইকেট নেন।
নির্ধারিত ২০ ওভারে মাত্র ১০৬ রান করতে সক্ষম হয় পঞ্জাব। প্রীতি জিন্টার দলের পক্ষে ব্যাট হাতে একমাত্র লড়েন নবাগত শাহরুখ খান। ৩৬ বলে ৪৭ রান করেন তিনি। জবাবে চেন্নাই ১৬ ওভার শেষের আগে লক্ষ্য অর্জন করে। চেন্নাই এর পক্ষে বেড়াতে সর্বোচ্চ রান মঈন আলির (৪৬)। ফ্যাফ ডু প্লেসি ৩৬ রান করে অপরাজিত থাকেন। চাহার তার দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।