২০২০ সালের শেষ রাতে বড় সিদ্ধান্ত নিলেন দীপিকা পাড়ুকোন (deepika Padukone) । নিজের সোশ্যাল মিডিয়া (social media) একাউন্ট থেকে সমস্ত ছবি ডিলিট করে দিলেন অভিনেত্রী। আপাতত ইন্সটাগ্রাম বা টুইটার একাউন্টে তার কোনো পোস্ট নেই। কেন এমন সিদ্ধান্ত নিলেন দীপিকা! তা নিয়েই চিন্তিত ভক্তকুল।
দীপিকা এই ব্যাপারে তেমন কিছু না জানালেও মনে করা হচ্ছে সম্প্রতি যেভাবে বিভিন্ন তারকার সোশ্যাল মিডিয়া একাউন্ট হ্যাক হয়েছে তার জেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। আবার অনেকেই মনে করছেন আসন্ন কোনো অনুষ্ঠান বা কর্মসূচিকে হাইলাইট করতেই এই কান্ড করেছেন অভিনেত্রী।
২০২০ সালটা একেবারেই ভালো যায় নি দীপিকার। মাদক মামলায় নাম দড়ানোর পর থেকে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চায় ছিলেন দীপিকা পাডুকোন । মাদক যোগের জন্য সারা আলি খান, শ্রদ্ধা কাপুর ও রকুল প্রীত সিংয়ের সঙ্গে দীপিকাকেও সমন পাঠায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (NCB)। শনিবার NCBর দফতরে হাজিরা দেন অভিনেত্রী।
NCBর লাগাতার জেরায় একাধিক বার দীপিকার প্যানিক অ্যাটাক হয় বলে জানা গিয়েছে। এমনকি তিনি কেঁদেও ফেলেন। তবে তাতে থামেনি জেরা। একসময় হার মানেন দীপিকা। তিনি স্বীকার করেন মাদক সংক্রান্ত চ্যাটের কথা। এমনকি মাল ও হ্যাশ কেন ব্যবহার করেছিলেন তাও জানান তিনি
এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দেন দীপিকা। NCB জেরায় তিনি জানান, মাল ও হ্যাশ কোনো মাদক অর্থে ব্যবহার করেননি তিনি। ‘মাল’ মানে সরু সিগারেট ও ‘হ্যাশ’ মানে মোটা সিগারেট বোঝাতে চেয়েছিলেন দীপিকা। তাঁর ম্যানেজার করিশ্মাও এই একই কথা জানিয়েছেন NCB কে।