দিপীকা পাড়ুকোন (deepika Padukone) , জ্যাকলিন ফার্নান্দেজ( jacklin Fernandez) এর মতো অভিনেত্রীদের নাম ১০০ দিনের কাজের প্রকল্পে! জাতীয় কর্মসংস্থান সুনিশ্চিতকরন প্রকল্পে এমনই বড়সড় দুর্নীতির খোঁজ মিলল মধ্যপ্রদেশে। দিপীকা জ্যাকলিনদের নামে ভুয়ো জব কার্ড তৈরি করে লাখ লাখ টাকা কারচুপি চলছিল সেখানে।
১০০ দিনের কাজ সাধারণ গরীব খেটে খাওয়া মানুষদের জন্য। যাতে তারা অন্তত ১০০ দিন কাজ করে নিজের অন্নের সংস্থান সুনিশ্চিত করতে পারে। আর এই কাজেই ভুয়ো জব কার্ড তৈরি করে চলছিল জালিয়াতি। মোট ১০ টি ভুয়ো জব কার্ডের খবর পাওয়া যাচ্ছে।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ঝিরনিয়া জেলায়। জাল জব কার্ডের এই দুর্নীতির সাথে যুক্ত সেখানকার পঞ্চায়েত প্রধান ও জাতীয় কর্মসংস্থান সুনিশ্চিতকরন প্রকল্পের সচিব।এই জাল কার্ড গুলি ব্যাবহার করে প্রতিমাসে টাকা তুলে নিতেন তারা।
মনু দুবে নামের একজনের জব কার্ডে রয়েছে দীপিকা পাড়ুকোনের ছবি। যদিও তিনি জানিয়েছেন একদিনও কাজ পান নি তিনি। তার নাম ভাঁড়িয়ে ও দীপিকার ছবি ব্যাবহার করে ৩০ হাজার টাকা তুলে নিয়েছেন অভিযুক্তরা।