‘একে অপরের লাকি চার্ম’! প্রাণের বন্ধু শাহরুখের ‘জওয়ান’ থেকে কত কামালেন দীপিকা? ফাঁস করলেন নিজেই

বাংলা হান্ট ডেস্ক : ‘জওয়ান’-র (Jawan) ক্রেডিট রোলে দীপিকার (Deepika Padukone) নামের উপরেই লেখা ছিল ‘অতিথি শিল্পী’। যা দেখে ভক্তদের অনুমান ছিল, ছবিতে হয়ত কয়েক সেকেন্ডের জন্য অভিনয় করবেন তিনি। যদিও আশার চেয়ে অনেক বেশি কিছু উপহার দিয়ে গেলেন তিনি। কারণ ছবির দ্বিতীয়ার্ধে ছিল কেবল দীপিকারই ক্যারিশ্মা। ক্যামিও চরিত্রে এসেও কোথাও না কোথাও নায়িকাকেও ছাপিয়ে গেলেন পর্দার শান্তিপ্রিয়া।

এর আগে বেশ কিছু বলিউড ভিত্তিক মিডিয়ার দাবি ছিল, ‘জওয়ান’-এ অতিথি শিল্পী হিসেবে আসার জন্য প্রায় ১৫ কোটি টাকা দাবি করেছিলেন দীপিকা পাড়ুকোন। যা কি না নায়িকা নয়নতারার পারিশ্রমিকের চেয়েও বেশি। তবে এই তথ্য ঠিক কতটা সত্য? সত্যিই কি এতটা পারিশ্রমিক নিয়েছেন বি টাউনের এই স্বনামধন্য নায়িকা? সমস্ত জল্পনা মিটিয়ে এবার মুখ খুললেন খোদ নায়িকাই।

   

গত শুক্রবার ‘জওয়ান’-এর সাকসেস পার্টিতে উপস্থিত হয়ে দীপিকা জানান তার পারিশ্রমিকের কথা। আসলে বন্ধু শাহরুখের ছবিতে অভিনয় করার জন্য কোন পারিশ্রমিকই তিনি নেননি। এমনকি এর আগে ‘৮৩’, ‘সার্কাস’ ছবিতেও যখন অতিথি শিল্পী হিসেবে উপস্থিত হয়েছিলেন তখনও কোনও পারিশ্রমিক নেননি দীপিকা। উল্লেখ্য, এই দুটি ছবিতেই অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন তিনি।

আরও দেখুন : সকলের মন ভালো করার কারিগর, সেই শুভাশিস মুখার্জীর যন্ত্রণাময় জীবন জানলে চোখে আসবে জল

জানিয়ে রাখি, এই ইন্ডাস্ট্রিতে দীপিকার দাপট শুরু হয়েছিল শাহরুখের হাত ধরেই। তাদের প্রথম ছবি ‘ওম শান্তি ওম’ ব্যাপক আলোড়ন ফেলেছিল বক্স অফিসে। এরপর ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘পাঠান’র মত ছবিতেও দেখা গেছিল এই কাল্ট ক্লাসিক জুটির জলবা। পেশাগত সম্পর্কের গণ্ডি পেরিয়ে দুজনের সম্পর্ক পৌঁছে গেছে বন্ধুত্বে। আর বন্ধুর ছবিতে কাজ করার জন্য টাকা নেওয়ার কথা ভাবতেও পারেননা তিনি।

আরও দেখুন : সন্তানের জন্ম দিলেন ঋদ্ধিমা, দাদু হলেন সব্যসাচী, গৌরবের ঘরে ছেলে না মেয়ে?

deepika padukone and shah rukh khan

এইদিন সাকসেস পার্টিতে দীপিকা পাড়ুকোন বলেন, “আমরা একে অপরের লাকি চার্ম। কিন্তু আমাদের সম্পর্কটা তারও উপরে। একে অপরের প্রতি এক ধরনের দায়িত্ববোধ কাজ করে আমাদের।” এছাড়া দীর্ঘ পাঁচ বছরের বিরতির পর শাহরুখ যখন কামব্যাক করলেন তখনও অভিনেতার সঙ্গী ছিলেন দীপিকাই। ‘জওয়ান’র সাফল্যতেও সেই দীপিকাই সঙ্গী হয়ে রইলেন।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর