বাংলাহান্ট ডেস্ক: রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাটের (Alia Bhatt) বিয়ে মিটতে না মিটতেই ট্রোলের ভাগীদান দীপিকা পাডুকোন (Deepika Padukone)। মুম্বই ফিরতেই একদফা অপমানিত হতে হল অভিনেত্রীকে। নেটিজেনরা কোনো সুযোগই ছাড়ছেন না দীপিকাকে খোঁচা মারার। ব্যাপারটা কী?
আসলে রণবীর আলিয়ার বিয়ের ঠিক আগে আগেই মুম্বই ছেড়েছিলেন দীপিকা। গত ১৪ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেছিলেন রণলিয়া জুটি। তার আগের দিনই মানে মানে শহর ছাড়েন দীপিকা। শোনা গিয়েছিল, প্রভাসের সঙ্গে আগামী ছবি ‘প্রোজেক্ট কে’র শুটিং করতে দক্ষিণ ভারত পাড়ি দিয়েছিলেন তিনি।
আবার রণবীর আলিয়ার রিসেপশন মিটতেই মুম্বই ফিরে এসেছেন দীপিকা। বিমানবন্দরে অভিনেত্রীর ভিডিও ভাইরাল হতেই ট্রোল শুরু করে দিয়েছেন নেটনাগরিকরা। অনেকেরই দাবি, রণবীর আলিয়ার বিয়ে শেষ হওয়ারই অপেক্ষা করছিলেন দীপিকা। যেই রিসেপশন মিটেছে অমনি এসে হাজির তিনি। প্রাক্তনের বিয়ে এড়াতেই এমনটা তিনি করেছেন বলেও কটাক্ষ করেছেন নেটিজেনদের একাংশ।
অবশ্য ভক্তদের পাশেও পেয়েছেন দীপিকা, যারা তাঁরই সমর্থনে সরব হয়েছেন। একজন লিখেছেন, অভিনেতা অভিনেত্রীরা দেশের বিভিন্ন প্রান্তে শুটিং করেন। যখন তখন তাঁরা মুম্বই আসেন আবার বেরিয়ে পড়েন। আর যারা এখনো অতীতে পড়েছেন তারা নিজেদের প্রশ্ন করুন, মুম্বইতে থেকেও দীপিকা পাডুকোন রণবীর সিং এর রিসেপশন পার্টিতে কেন যাননি রণবীর আলিয়া?
https://www.instagram.com/reel/CccotIXq5XF/?igshid=YmMyMTA2M2Y=
অবশ্য রণবীরের দুই প্রাক্তন প্রেমিকা দীপিকা এবং ক্যাটরিনা কিন্তু শুভেচ্ছা বার্তা পাঠাতে ভোলেননি নবদম্পতিকে। সারা জীবন ভালবাসা আর আনন্দে ভরে থাকুক রণলিয়ার দাম্পত্য জীবন, এমনটাই কামনা করেছেন দীপিকা। শোনা যাচ্ছে, নবদম্পতিকে নাকি ১৫ লক্ষ টাকার এক জোড়া বহূমূল্য ঘড়িও উপহার দিয়েছেন তিনি।