বাংলা হান্ট ডেস্ক: আজ স্বেচ্ছাসেবী সংগঠন সেভ বেঙ্গলের উদ্যোগে দিল্লিতে অবস্থিত চীনা দূতাবাসের সামনে , ভারতের সীমান্তে চীনের আগ্রাসনের বিরুদ্ধে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক অনিমেষ বিশ্বাস, কর্মকর্তা লক্ষীকান্ত সাউ, পৃথ্বীশ দাশগুপ্ত, দেবপ্রিয় চৌধুরী, তাপস বিশ্বাস ,তাপস রায়, অমিত বিশ্বাস, কৃষ্ণ হালদার ,অনুরাগ ত্যাগী, বিনীত চৌহান সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।
বিক্ষোভ কর্মসূচিতে সদস্যরা চীনা দূতাবাসের সামনে প্রায় 15 মিনিট ধরে চীনা আর্মির বিরুদ্ধে স্লোগান দেন। পরে পুলিশ এসে সদস্যদের গ্রেফতার করে মন্দির মার্গ থানায় নিয়ে যায়।
সংগঠনের পক্ষে অনিমেষ বিশ্বাস জানান আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচির উদ্দেশ্য, চীনকে হুঁশিয়ারি দেওয়া এবং চীনা সামগ্রী বয়কটের ডাক দেওয়া।
লক্ষীকান্ত সাহু বলেন, যেভাবে চিনা আর্মিরা আক্রমণের ফলে আমাদের কুড়িজন বীর্যবান সীমান্তে শহীদ হলেন তাদের প্রতি সম্মান জানানো এবং চীনা আর্মির প্রতি ধিক্কার জানানোর জন্য আমাদের আজকের কর্মসূচি। কিনা সামগ্রী বর্জন করার মধ্যে দিয়ে আত্মনির্ভর ভারত গড়ে তোলার আবেদন জানান পৃথ্বীশ দাশগুপ্ত।