ইজরায়েলকে স্বাধীন দেশ হিসেবে মেনে নিলো বাংলাদেশ! পরিবর্তন করা হলো ই পাসপোর্ট

বাংলাহান্ট ডেস্কঃ ইজরায়েল (israel) ইস্যুতে নতুন মোড় বাংলাদেশে (bangladesh)। বাংলাদেশি ই-পাসপোর্ট থেকে তুলে নেওয়া হল ‘ইজরায়েল ব্যতীত’ অংশটুকু। দীর্ঘদিনের অবস্থান বদল করে তবে কি এবার ইজরায়েলকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায় বাংলাদেশ? তবে কি এবার সব দ্বন্ধের অবসান ঘটতে চলেছে? বাংলাদেশের এই সিদ্ধান্তের পর এমনই সব প্রশ্ন উঠে এসেছে।

ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষের মাঝে সম্প্রতি যুদ্ধ বিরতি ঘোষণা করেছেন ইজরায়েল। হঠাৎ জ্বলে ওঠা আগুন, কিছুটা হলেও ছাই চাঁপা পড়ে গিয়েছে। তবে এই পরিস্থিতিতে ইজরায়েলকে নিয়ে বাংলাদেশের এক সিদ্ধান্তে, নতুন করে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তুঙ্গে উঠেছে বিতর্ক। বহুদিনের দ্বন্ধের অবসানের গন্ধও পেয়েছিল বিশেষজ্ঞ মহল।

   

56963098 303

সম্প্রতি দেখা গিয়েছে, বাংলাদেশের নাগরিকদের ই-পাসপোর্ট থেকে ‘ইজরায়েল ব্যতীত’ অংশটুকু বাদ দেওয়া হয়েছে। পাসপোর্টে থাকা ‘ইজরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ’, এই লেখাটায় কিছুটা বদল আনা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে ইজরায়েল ব্যতীত’ অংশটুকু। যা নিয়েই আবারও জল্পনা দানা বেঁধেছে।

এবিষয়ে ঢাকার বিদেশমন্ত্রক সূত্রের খবর, শুধুমাত্র বাংলাদেশি ই-পাসপোর্টের ‘আন্তর্জাতিক মান’ বজায় রাখতে এমন পরিবর্তন করা হয়েছে। এখানে নতুন করে কোন পরিবর্তন হচ্ছে না, পূর্বেকার নিষেধাজ্ঞাই জারি থাকছে। অর্থাৎ বাংলাদেশি পাসপোর্টধারীদের ক্ষেত্রে ইজরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা জারীর ক্ষেত্রে কোন বদল হচ্ছে না। এমনকি বাংলাদেশের মধ্যপ্রাচ্য নীতিতে কোনও পরিবর্তন আসবে না, সেকথা স্পষ্ট করেও জানানো হয়েছে। ইজরায়েল প্রসঙ্গে বাংলাদেশের সিদ্ধান্ত আগে যা ছিল, এখনও তাই থাকবে, কোনরূপ অবস্থান পরিবর্তন করেনি বাংলাদেশ সরকার।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর