আবগারি দুর্নীতিতে গ্রেফতার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া! তুলকালাম রাজধানী

বাংলা হান্ট ডেস্ক : গ্রেফতার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। টানা ৮ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হল তাঁকে। দিল্লির আবগারি দুর্নীতিকাণ্ডে তাঁকে গ্রেফতার করা হল। মদ কেলেঙ্কারি মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করল CBI। এর আগে এই মামলায় এক আমলার বয়ান রেকর্ড করেছিল সিবিআই। তদন্ত সংস্থার দাবি, সেই ব্যক্তি জানিয়েছিলেন, তিনি মণীশ সিসোদিয়ার আবগারি নীতির খসড়া তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে জানা যাচ্ছে।

গত বছর জন্মাষ্টমীর সকালে সিসৌদিয়ার বাড়ি-সহ আরও বেশ কয়েকটি এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই। প্রায় ১৪ ঘণ্টা ধরে দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে অভিযান চালানো হয়েছিল। এর পর তাঁর ব্যাঙ্ক লকারও খতিয়ে দেখেন তদন্তকারীরা। গত অগস্টে সিসোদিয়া এবং আরও ১৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পর গত রবিবার সিসৌদিয়াকে আবার তলব করে সিবিআই। কিন্তু, বাজেট প্রস্তুতির জন্য গত রবিবার হাজিরা দেননি তিনি। দিল্লি সরকারের অর্থ দফতরের দায়িত্ব রয়েছে মণীশের উপর। তাই ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট প্রস্তুত করার কাজে ব্যস্ত রয়েছেন বলে জানিয়েছিলেন সিসৌদিয়া। এর পর এই রবিবার তাঁকে আবার তলব করা হয়েছিল।

এদিন সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআই-এর তরফে একটি প্রশ্নমালা তৈরি করা হয়। সিবিআই সদর দফতরের চারপাশে ১৪৪ ধারাও জারি করা হয়। একটি ব্যানার লাগিয়ে দিল্লি পুলিস এই তথ্য দেয়। জিজ্ঞাসাবাদের আগে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সিসোদিয়ার গ্রেফতারির জল্পনা নিয়ে বড় দাবিও করেন।

Manish Sisodia

টুইট কেজরিওয়াল লেখেন, ‘ঈশ্বর আপনার সঙ্গে আছেন মণীশ। লক্ষ লক্ষ শিশু এবং তাদের পিতামাতার আশীর্বাদ আপনার সঙ্গে রয়েছে। দেশ ও সমাজের জন্য যখন জেলে যাবেন, তখন জেলে যাওয়াটা অন্যায় নয়, গৌরবের। আমি প্রভুর কাছে প্রার্থনা করি যে আপনি শীঘ্রই জেল থেকে ফিরে আসুন। দিল্লির সব বাবা-মা এবং আমরা সবাই আপনার জন্য অপেক্ষা করব।’

বিস্তারিত আসছে…

Sudipto

সম্পর্কিত খবর