আপনার বাড়িতে ইলেকট্রিক গাড়ির চার্জার বসাবে সরকার, আসবে মোটা টাকা, করতে হবে শুধু এই কাজ

বাংলা হান্ট ডেস্কঃ ক্রমশ বেড়েই চলেছে জ্বালানির দাম, কেন্দ্র সরকার পেট্রোল এবং ডিজেলের দামে আবগারি শুল্ক কিছুটা কমালেও এখনও তেল ভরাতে পকেটে যথেষ্ট চাপ পড়ছে জনতার। এমতাস্থায় শুরু থেকেই ইলেক্ট্রিক যানবাহন ব্যবহারের দিকে জোর দিয়ে আসছে কেন্দ্র সরকার। কিন্তু চার্জিংস্টেশন না থাকলে বড় পরিমানে ইলেকট্রনিক গাড়ির ব্যাবহার শুরুন হওয়া মুশকিল। আর তাই এবার চার্জিং পরিকাঠামো তৈরি করার দিকেও জোর দিচ্ছে দিল্লি সরকার।

সম্প্রতি দিল্লি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এবার থেকে মাত্র ২৫০০ টাকা খরচ করলেই বৈদ্যুতিক গাড়ির জন্য চার্জার ইনস্টল করতে পারবেন আপনি। দিল্লির পরিবহন মন্ত্রীর কথায়, চার্জিং স্টেশন তৈরির জন্য ৩০০০০ আবেদন কারীকে ৬০০০ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হচ্ছে যাতে তারা সহজে এই ব্যবসা শুরু করতে পারেন। তিনি আরও জানিয়েছেন সরকার এই পদক্ষেপ নেওয়ায় আগামীদিনে চার্জারের দাম আরও ৭০ শতাংশ কমে যাবে। আগ্রহী ব্যাক্তিরা সংশ্লিষ্ট ডিসকম পোর্টালে গিয়েও এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন বলেও জানা গিয়েছে।

এছাড়াও রয়েছে সরকারি হ্লেপ লাইন নম্বর, প্রয়োজনে সেখানেও কল করে এর জন্য আবেদন জানানো যেতে পারে। সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে দুই চাকা, তিন চাকা এবং অন্যান্য হালকা বৈদ্যুতিক যানবাহনের জন্য মল, অ্যাপার্টমেন্ট, হাসপাতাল প্রভৃতির আশেপাশে চার্জিং স্টেশন গড়ে তোলার জোর দিচ্ছে সরকার। জানিয়ে রাখি এক্ষেত্রে নির্ধারিত চার্জ হিসাবে ইউনিট প্রতি সাড়ে চার টাকাই দিতে হবে আপনাকে।

8bb3b367da6a81d3b7445763f6c3c57f

আসুন দেখে নেওয়া যাক আবেদনের জন্য কি করতে হবে আপনাকেঃ

আবেদনের জন্য প্রথমে সরকারি ডিসকম পোর্টালে যান, আবেদন কারী ব্যাক্তিগত চার্জার ইন্সটলেশনের জন্য আগের প্রিপেইড মিটার সহ বিদ্যুত সংযোগটি অব্যাহত রাখতে  পারেন অথবা নতুন সংযোগ বেছে নিতে পারেন, এরপর আপনাকে আপনার ইলেকট্রনিক যানের জন্য উপযুক্ত চার্জার সরকারি ওয়েসাইটের তালিকা থেকে বেছে নিতে হবে। এখানে জানিয়ে রাখি দাম তুলনা করে দেখার সুযোগও থাকছে আপনার কাছে। প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী সাতটি কর্মদিবসের মধ্যেই ইন্সটলেশন প্রক্রিয়া সম্পন্ন করবে সরকার।


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর