দিল্লি সরকার কমাল ট্যাক্স, ৮ টাকা কমল পেট্রোলের দাম! এখনও নীরব বাংলা

বাংলা হান্ট ডেস্কঃ ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে সাধারণ জনতা কিছুটা হলেও স্বস্তি পেল। দিল্লির কেজরীবাল সরকার বড় সিদ্ধান্ত নিয়ে পেট্রোল-ডিজেলে রাজ্যের ট্যাক্স কম করল, এর ফলে দিল্লিতে পেট্রোল ৮ টাকা সস্তা হয়েছে। নতুন দর আজ রাত থেকে লাগু হবে।

সরকারের তরফ থেকে পেট্রোলে VAT ৩০ শতাংশ কমিয়ে ১৯.৪০ শতাংশ করা হয়েছে। এরফলে দিল্লিতে এখন পেট্রোলের দাম ১০৩.৯৭ টাকা থেকে কমে ৯৫.৯৭ টাকা দাঁড়াল। আপনাদের জানিয়ে দিই, দিল্লি সরকার আজ ক্যাবিনেট বৈঠকে পেট্রোলে জারি ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

শুধু দিল্লিই নয়, দেশের বহু রাজ্যেই পেট্রোল-ডিজেলের উপর থেকে ভ্যাট কমিয়েছে, যার ফলে পেট্রোল–ডিজেল ১২ টাকার থেকেও বেশি সস্তা হয়েছে। বিশেষ করে সমস্ত বিজেপি শাসিত রাজ্যই তেলে কর কমানোর সিদ্ধান্ত নেয়। বলে দিই, দীপাবলির সময় সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে কেন্দ্র সরকার পেট্রোলে ৫ টাকা আর ডিজেলে ৭ টাকা কর ছাড়ের সিদ্ধান্ত নেয়। এরপরই একের পর এক বিজেপি শাসিত রাজ্য নিজেদের মতো করে কর ছাড় দেয়।

dolon

তবে, বিজেপি শাসিত রাজ্য এবং অবিজেপি শাসিত দিল্লি, উড়িষ্যা, পাঞ্জাব তেলের দামে কর কমালেও বাকি অবিজেপি শাসিত রাজ্য কর ছাড় নিয়ে তেমন কোনও ইঙ্গিত দেয়নি। বিশেষ করে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখনও তেলে কর ছাড় দেয়নি।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেলের দামের উপর থেকে যে ভ্যাট কমানো হবে না, তাঁর ইঙ্গিত দিয়েছেন বহু আগেই। এমনকি তিনি কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়ে এও বলেছিলেন যে, বিজেপি শাসিত রাজ্যগুলো কেন্দ্রের থেকে অনেক টাকা পায়, আমাদের কিছুই দেওয়া হয় না। আমরা এমনিতেই তেলের দাম কম নিচ্ছি। ওনার এই মন্তব্য এটা বুঝিয়ে দিয়েছিল যে, রাজ্য অত সহজেই তেলের উপর কর ছাড় দিচ্ছে না।

Koushik Dutta

সম্পর্কিত খবর