‘এক দেশ এক আইন” নীতিকে সমর্থন দিল্লী হাইকোর্টর, কেন্দ্রকে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ

বাংলা হান্ট ডেস্কঃ একটি ডিভোর্স বিষয়ক মামলা নিয়ে শুনানির সময় দিল্লী হাইকোর্ট অভিন্ন দেওয়ানি বিধির (Uniform Civil Code) সমর্থন করে। দিল্লী হাইকোর্ট বলে, ‘সবার জন্য সমান আইন দরকার। কেন্দ্র সরকারকে এই উদ্দেশ্যে পদক্ষেপ নেওয়া উচিৎ।”

বিচারক প্রতিভা এম সিংহ রায়দানের সময় বলেন, ‘আজকের ভারত ধর্ম, জাতি, সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠেছে। আধুনিক ভারতে ধর্ম, জাতির বাঁধা দ্রুত গতিতে কমছে। এই বদলের কারণে বিভিন্ন জাতির মধ্যে ভিন্ন জাতির বিবাহ অথবা বিচ্ছেদে সমস্যার সৃষ্টি হচ্ছে। আজকের যুব সমাজকে যাতে এই সমস্যার সম্মুখীন না হতে হয়, সেই জন্য দেশে ইউনিফর্ম সিভিল কোড লাগু হওয়ার দরকার। আর্টিক্যাল ৪৪-এ ইউনিফর্ম সিভিল কোড নিয়ে যেই আশা ব্যক্ত করা হয়েছে, সেটা এখন শুধু আশা না, বাস্তবে রুপায়িত করার দরকার।”

1 90

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অভিন্ন দেওয়ানি বিধি দেশে একটি বড় ইস্যু হয়ে উঠে আসছে। দেশে অনেক আদালতই আলাদা-আলাদা রায়ে এটা বলছে যে, আইনগুলিতে অভিন্নতা আনতে দেশে ইউনিফর্ম সিভিল কোড লাগু করার চেষ্টা করা উচিত। ইউনিফর্ম সিভিল কোড নিয়ে ভারতের সংবিধানের ৪৪ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে, গোটা ভারতে  নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানি বিধি নিশ্চিত করার প্রচেষ্টা করা হবে।


Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর