দুই করোনা রোগীর সংস্পর্শে আসার জন্য ম্যাক্স হাসপাতালের ১৫০ জন কর্মীকে পাঠানো হল কোয়ারেন্টাইনে

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লীর সাকেতে (Saket) ম্যাক্স হাসপাতালে (Max Hospital) ১৫০ স্টাফকে কোয়ারেন্টাইনে (Quarantine) পাঠানো হয়েছে। উল্লেখ্য, ওই কর্মচারীরা দুই করোনা পজেটিভ রোগীর সংস্পর্শে এসেছিলেন। কোয়ারেন্টাইনে পাঠানো ১৫০ স্টাফদের মধ্যে হাসপাতালের ডাক্তার, নার্স আর অন্যান্য স্টাফরাও আছেন। করোনা সংক্রমিত যেই দুই রোগীর সংস্পর্শে আসারা কারণে ডাক্তারদের মধ্যে সংক্রমণ ছড়ানোর সন্দেহ করা হচ্ছে, সেই দুই রোগী হৃদরোগের চিকিৎসার জন্য ওই হাসপাতালে ভর্তি হয়েছিল।

coronavirus test tube reuters 1583766881

প্রথমে তাঁদের মধ্যে করোনা পজেটিভ হওয়ার মামলা সামনে এসেছিল না, কিন্তু পরে তাঁদের মধ্যে করোনার লক্ষণ পাওয়া যায়। এদের সম্পর্কে আসা সমস্ত স্টাফের পরীক্ষা শুরু হয়েছে। কোয়ারেন্টাইনে পাঠানো সমস্ত স্টাফদের করোনার পরীক্ষা করা হবে। যদিও ম্যাক্স হাসপাতালের তরফ থেকে একটি বয়ান জারি করা হয়েছে। ওই বয়ানে বলা হয়েছে যে, মোট ৩৯ জন স্টাফকে হাসপাতালেই কোয়ারেন্টাইনে পাঠানো হবে, আর বাকিদের তাঁদের বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

গোটা ভারতে এই মারক ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৯ হাজার ২৮৯ জন। এর মধ্যে ৭ হাজার ৮৬১ টি মামলা সক্রিয়। এছাড়াও গোটা ভারতে মোট মৃতের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৩৩২। এবং এক হাজার ৯৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ভারত সমেত গোটা বিশ্ব এই মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য কোমর বেঁধে নেমেছে। কিন্তু এখনো পর্যন্ত বিশ্বের কোনই দেশই এই মারক ভাইরাসের ওষুধ আবিস্কার করতে পারেনি।

corona 16

প্রতিদিনই গোটা বিশ্বে হুহু করে বেড়ে চলেছে এই মারক ভাইরাসে আক্রান্তদের সংখ্যা। ইতালির মৃত্যু সংখ্যাকে ছাপিয়ে গিয়ে আমেরিকার সবথেকে বেশি মৃত্যু হয়েছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে। আরেকদিকে আমেরিকার প্রেসিডেন্টের চাওয়া ভারতের ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের প্রথম খেপ আমেরিকায় গিয়ে পৌঁছেছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর