শেষ চালও খাটল না অনুব্রতর! দিল্লি কোর্টের নির্দেশে এবার মহা বিপাকে কেষ্ট

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর অগাস্ট মাসে গরু পাচার মামলায় (Cow Smuggling Case) সিবিআই এর হাতে গ্রেফতার হন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সেই সময় থেকে শ্রীঘরের চার দেওয়ালের মধ্যেই দিন কাটছে ‘বীরভূমের বাঘ’র। বাংলা পেরিয়ে বর্তমানে তার ঠিকানা হয়েছে দিল্লির তিহাড়। স্বপরিবারের সেখানেই রয়েছেন কেষ্ট। এরই মধ্যে ফের দুঃসংবাদ।

কেষ্ট মামলার বেঞ্চ বদলের আরজি জানিয়েছিলেন তার আইনজীবী। বৃহস্পতিবার সেই বেঞ্চ বদলের আবেদন খারিজ হয়ে গেল। রাউস অ্যাভিনিউ আদালতের প্রধান জেলা ও দায়রা বিচারক অঞ্জু বাজাজ চাঁদনার কাছে অনুব্রতর আইনজীবীদের দাবি ছিল, বিচারক রঘুবীর সিং পক্ষপাতদুষ্ট আচরণ করছেন।

এদিন শুনানিতে এমন ১৫টি ঘটনার কথা বলা হয়, যেখানে বিচারক লিখিত রায়ে এমন কিছু উল্লেখ করেছেন, যা সওয়ালের সময় তিনি বলেননি। অন্যদিকে কিছুক্ষেত্রে এমন কিছু রায় দিয়েছেন, অন্যদের ক্ষেত্রে যার অন্যথা হয়েছে।

আরও পড়ুন: হাইকোর্টে শুভেন্দুর ‘বিরাট’ জয়! বিচারপতি সেনগুপ্তর নির্দেশে ঘুম উড়লো তৃণমূলের

এই নিয়ে চলতি মাসের প্রথমে শুনানি হয়। সেই সময় রায় সংরক্ষিত রাখে আদালত। তবে এদিনের শুনানিতে আদালত বিস্তারিত পর্যবেক্ষণ না দিলেও জানিয়েছে অনুব্রত মণ্ডলের মামলার বেঞ্চ বদলের আর্জি খারিজ করে দেওয়া হয়েছে।

anubrata

আরও পড়ুন: বাংলা জুড়ে দুর্যোগের ঘনঘটা! তুমুল ঝড়-বৃষ্টিতে ছারখার একাধিক জেলা, কবে মিলবে রেহাই?

প্রসঙ্গত গত বছরের আগস্ট মাসে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গরু পাচার মামলায় গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। এরপর কিছুদিন আসানসোল বিশেষ সংশোধনাগারে থাকলেও এরই মধ্যে জেলবন্দি নেতাকে গ্রেফতার করে ইডি। তারপর আর কী! বহু টালবাহানার মধ্য দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় নয়াদিল্লিতে। আর বাংলা ছেড়ে সেখানে যাওয়ার পর থেকেই বিপদ বেড়েছে কেষ্টর। খারিজ হয়ে গিয়েছে একের পর এক জামিনের আবেদন। আর এদিন তার মামলার বেঞ্চ বদলের আরজিও খারিজ করে দিল আদালত।

ad

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর