বিশ্বজুড়ে বাড়ছে “মেড ইন ইন্ডিয়া” iPhone-এর চাহিদা! ২০২৫-এর প্রথম ৬ মাসেই দুর্ধর্ষ রেকর্ড গড়ল Apple

Published on:

Published on:

Demand for iPhones made in India is increasing worldwide.

বাংলা হান্ট ডেস্ক: সারা বিশ্বে ভারতে (India) তৈরি iPhone-এর ব্যাপক চাহিদা রয়েছে। শুধু তাই নয়, সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে এই চাহিদা। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রিপোর্ট অনুসারে, বছরের প্রথমার্ধে কোম্পানিটি ভারতে বিপুলসংখ্যক iPhone তৈরি এবং রফতানি করেছে।

“মেড ইন ইন্ডিয়া” (India) iPhone-এর চাহিদা বাড়ছে বিশ্বজুড়ে:

জানিয়ে রাখি যে, Apple ২০১৭ সালে ভারতে (India) iPhone উৎপাদন শুরু করে। এর আগে, কোম্পানিটি ভারতে শুধুমাত্র iPhone SE উৎপাদন শুরু করেছিল। যদিও, এখন কোম্পানিটি ভারতে তার সমস্ত iPhone মডেল উৎপাদন শুরু করেছে।

Demand for iPhones made in India is increasing worldwide.

৫৩ শতাংশ বৃদ্ধি: রিপোর্ট অনুসারে, সেপ্টেম্বরে লঞ্চ হতে চলা iPhone 17 সিরিজটিও ভারতে (India) ব্যাপকভাবে তৈরি হবে। Canaly-র রিপোর্ট অনুসারে, চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে iPhone উৎপাদন ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আমেরিকা ও চিনের মধ্যে চলমান শুল্ক যুদ্ধের কারণে ভারতে iPhone উৎপাদনে এই বৃদ্ধি দেখা গেছে। এপ্রিলের পরে আমেরিকায় বিক্রি হওয়া iPhone-গুলি ভারত থেকে আমদানি করা হয়েছে। যার প্রভাব iPhone উৎপাদনে পরিলক্ষিত হয়েছে।

আরও পড়ুন: চতুর্থ টেস্টে আর কোনও ভুল নয়! কেমন হবে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন? মিলল পিচ রিপোর্টও

২০২৫ সালের প্রথমার্ধে, Apple প্রায় ২২.৫৬ বিলিয়ন ডলারের iPhone রফতানি করেছে। গত বছর, Apple এই সময়ে প্রায় ১৪.৭১ ডলার মূল্যের iPhone রফতানি করে। Canalys-এর অনুমান অনুসারে এই বছরের প্রথমার্ধে iPhone উৎপাদন ৩ কোটি ইউনিট পর্যন্ত হবে। চলতি বছরের শেষ নাগাদ এই উৎপাদন ৪ কোটি ২০ লক্ষ ইউনিট ছাড়িয়ে যেতে পারে। গত বছর ভারতে (India) iPhone উৎপাদন ৪ কোটি ২০ লক্ষ ইউনিটে পৌঁছেছিল।

আরও পড়ুন: চিনের দাপট এবার হবে শেষ! ভারতেই মিলল বিরল সম্পদের ভাণ্ডার, অবাক গোটা বিশ্ব

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Apple এই বছর ভারত (India) এবং চিনে একই সাথে iPhone 17-এর ব্যাপক উৎপাদন শুরু করতে চলেছে। সম্প্রতি, iPhone 17 সিরিজের ট্রায়াল প্রোডাকশন শুরু হয়েছে। কোম্পানিটি শীঘ্রই এর ব্যাপক উৎপাদন শুরু করবে।উল্লেখ্য যে, নতুন iPhone 17 সিরিজ এই বছরের সেপ্টেম্বরে বাজারে আসবে। মার্কিন বাজারে ভারতে তৈরি iPhone-এর চাহিদার কারণে, চিনের সঙ্গে সঙ্গে ভারতেও এই সিরিজের উৎপাদন শুরু হবে।