সল্টলেকে ধুন্ধুমার! ২০১৪-র চাকরি প্রার্থীদের আন্দোলনের মাঝেই পথে নামল ২০১৭-র টেট উত্তীর্ণরা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ২০১৪ সালের টেট উত্তীর্ণদের অনশন আজ পড়লো চতুর্থ দিনে। এই নিয়ে যখন সারা রাজ্য রাজনীতি উত্তাল সেই সময় পথে নামলেন ২০১৭ সালের টেট পরীক্ষার্থীরা। চাকরির দাবিতে বৃহস্পতিবার সল্টলেকের ১০ নম্বর ট্যাঙ্কের কাছে রাস্তায় বসে আন্দোলন শুরু করলেন ২০১৭ সালের টেট উত্তীর্ণরা। তাদের প্রশ্ন, দুইবার ইন্টারভিউ দেওয়ার পরেও কেন ২০১৪ সালের টেট পরীক্ষার্থীরা ফের একবার ইন্টারভিউ এর সুযোগ পাবেন?

প্রসঙ্গত, ২০১৪ সালের টেট উত্তীর্ণদের নতুন করে ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য বারবার অনুরোধ করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল । কিন্তু ২০১৪ সালের টেট উত্তীর্ণদের বক্তব্য, তারা ইন্টারভিউ দেবেন না। অবিলম্বে তাদের চাকরির নিয়োগপত্র চাই।

গত সোমবার থেকে এই দাবি নিয়ে ২০১৪ সালের টেট উত্তীর্ণরা আমরণ অনশন শুরু করেছেন সল্টলেকের করুণাময়ীতে। এমন অবস্থায় বৃহস্পতিবার সল্টলেকের সেক্টর ফাইভ মেট্রো স্টেশন থেকে মিছিল করলেন ২০১৭ সালের টেট প্রার্থীরা। মিছিল শুরু করে তারা এগোতে থাকেন এপিসি ভবনের দিকে। মাঝপথে পুলিশ তাদের আটকালে এপিসি ভবনের অদূরেই রাস্তার মধ্যে বসে পড়েন তারা।

এক আন্দোলনকারীর কথায়, “২০১৪ সালের টেট উত্তীর্ণরা ইতিমধ্যেই দুবার ইন্টারভিউয়ের সুযোগ পেয়েছেন। আবার কেন তারা সুযোগ পাবেন? ২০১৪ সালের টেট দুর্নীতি মামলায় শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হওয়ায় সবাই ধরে নিয়েছেন যে ওই বছরই শুধু দুর্নীতি হয়েছে। আসলে সেটি সত্য নয়। আমাদের দাবি পদ সংখ্যা বাড়িয়ে আমাদেরকেও নিয়োগ করতে হবে।”

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X