বুধবার যদি অমিত শাহ সংসদে উপস্থিত হন, তাহলে নিজের মাথা মুড়িয়ে ফেলব: ডেরেক ও ব্রায়েন

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ এক বড় চ্যালেঞ্জ নিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন (derek o brien)। বিরোধীদের দাবি, পেগাসাস ইস্যু হোক কিংবা দিল্লীতে নাবালিকা গণধর্ষণের ঘটনা- দেশ জুড়ে তোলপাড় শুরু হলেও, সংসদে এসব নিয়ে কখনই কোন বিবৃতি দিতেও দেখা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তাই চ্যালেঞ্জ জানিয়ে ডেরেক ও ব্রায়েন বলেন, বুধবার যদি অমিত শাহ (amit shah) সংসদে উপস্থিত হন, তাহলে নিজের মাথা মুড়িয়ে ফেলবেন এই তৃণমূল সাংসদ।

রবিবার দিল্লী ক্যান্টনমেন্ট এলাকার পুরনো নাঙ্গালে এক নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। অভিযোগ উঠেছে, নাবালিকাকে অন্যায় ভাবে হত্যা করার পর, পরিবারের সম্মতি ছাড়াই তাঁর দেহ শশ্মানের চুল্লিতে দাহ করা হয়।

ঘটনার জেরে শ্মশানের পুরোহিতসহ তাঁর সঙ্গীদের গ্রেফতার করেছে দিল্লী পুলিশ। তবে এই ঘটনায় গোটা দেশ জুড়ে প্রতিবাদের আওয়াজ উঠলেও, কেন্দ্রের তরফ থেকে কোন বিবৃতি আসেনি বলে অভিযোগ বিরোধীদের। এই ঘটনাকে ইস্যু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে এক টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন বলেন, ‘দিল্লীতে একটি নয় বছরের দলিত নাবালিকাকে গণধর্ষণ করে হত্যা করার ঘটনায় সংসদে এসে প্রশ্নের জবাব দেওয়া উচিৎ স্বরাষ্ট্রমন্ত্রীর। বুধবার যদি সংসদে এসে এই বিষয়ে কোন বিবৃতি দেন অমিত শাহ, তাহলে আমি এই অনুষ্ঠানে এসেই নিজের মাথা মুড়িয়ে দেব’।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কাউকেই কখনও সংসদে আসতেই দেখা যায় না। অমিত শাহের নামে নিখোঁজ নোটিশ জারি করছি’।

X