বড় ধাক্কা! মমতার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যর মামলায় স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্ট

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সেই ২০২২ থেকে নিয়োগ দুর্নীতির অভিযোগে তোলপাড় গোটা রাজ্য। সমতলের পর পাহাড়েও উঠেছিল নিয়োগে কারচুপির অভিযোগ। সেখানে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করায় দায়ের হয়েছিল মামলা। এবার সেই মামলার বিচারপ্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।

শুক্রবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলা উঠলে উচ্চ আদালতের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ওই মামলার উপর স্থগিতাদেশ দেন। দু’মাসের জন্য জারি হয়েছে স্টে অর্ডার। রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠলেছিল দার্জিলিংয়ে প্রাথমিক চাকরিপ্রার্থীদের সংগঠনের নেতা সুধান গুরুংয়ের বিরুদ্ধে।

আরও পড়ুন: ‘দলে দু’রকম মত রয়েছে…’! তৃণমূলের ‘হাঁড়ির খবর’ ফাঁস করলেন ব্রাত্য! শিক্ষামন্ত্রীর কথায় তোলপাড়

সুধানের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন তৃণমূলের যুব নেতা আশান সুব্বা। ইতিমধ্যেই চার্জশিট পেশ করা হয়েছে। এদিকে যুব নেতার মামলাকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে যান চাকরিপ্রার্থীদের সংগঠনের নেতা সুধান। আদালতে মামলা উঠলে রাজনৈতিক ভাবে ওই মন্তব্য করেছেন বলে দাবি করা হয় অভিযুক্তর তরফে। আইনের অপব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়।

Calcutta High Court

আরও পড়ুন: উল্টোপুরাণ! আবাস যোজনার টাকা পেল আউশগ্রামের ২০ বিজেপি পরিবার, শুভেচ্ছাবার্তা মমতার

শুক্রবার এই মামলা সংক্রান্ত তথ্য নথি দেখে পুলিশকে একহাত নেন বিচারপতি ঘোষ। পর্যবেক্ষণে তিনি জানান, ওই পুলিশ কর্মীদের প্রশিক্ষণের অভাব রয়েছে। যথাযথ তদন্ত না করে কী ভাবে পুলিশ চার্জশিট দিল সেই নিয়েও প্রশ্ন তোলা হয়। এর পরেই স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X