বাংলা হান্ট ডেস্ক: এবারের IPL (Indian Premier League)-এ প্রত্যেকের নজর কেড়েছে KKR (Kolkata Knight Riders)-এর পারফরম্যান্স। আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই সেক্ষেত্রে দেখা যাবে যে লিগ পর্বে ১৪ টি ম্যাচের মধ্যে ৯ টিতে জিতেছিল KKR। এমতাবস্থায়, চলতি মরশুমের IPL-এ প্লে-অফে সবার প্রথমে পৌঁছে গিয়েছিল কলকাতা। পাশাপাশি, প্রথম কোয়ালিফায়ারে হায়দ্রাবাদকে সহজেই হারিয়ে দিয়ে সরাসরি ফাইনালের ছাড়পত্র পেয়ে যায় শাহরুখের দল।
এমতাবস্থায়, আগামী ২৬ তারিখ IPL-এর ফাইনাল ম্যাচে সেই হায়দ্রাবাদের মুখোমুখি হতে চলেছে কলকাতা। এদিকে, দীর্ঘ ১০ বছর পর ফের কলকাতার চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে চরম আত্মবিশ্বাসী অনুরাগীরা। যদিও, ফাইনাল ম্যাচে জিততে হলে ৩ টি বিষয় মাথায় রাখতে হবে KKR-কে। নাহলে IPL ট্রফি জেতার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে তাদের। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
১. চেন্নাইয়ের মাঠ: প্রথমেই জানিয়ে রাখি যে, IPL-এর ফাইনাল সম্পন্ন হতে চলেছে চেন্নাইয়ের চিপকে। এদিকে, লিগ পর্বের পরিসংখ্যান অনুযায়ী চেন্নাইয়ের মাঠে হেরেছিল KKR। ওই ম্যাচে ১৩৭ রানের বেশি তুলতে পারেনি কলকাতা। এদিকে ওই ম্যাচটিতে KKR-এর ওপেনারদের পাশাপাশি মিডিল অর্ডারও ব্যর্থ হয়েছিল। আর এই বিষয়টিই ফাইনালে চিন্তা বাড়াতে পারে নাইটদের।
আরও পড়ুন: এখনও বাকি ফাইনাল! তার আগেই KKR শিবির ছাড়লেন গম্ভীর? সামনে এল কারণ
২. অধিনায়কের ফর্ম: এবারের IPL-এ ১৩ টি ম্যাচে KKR অধিনায়ক শ্রেয়স আইয়ার করেছেন মোট ৩৪৫ রান। যার মধ্যে রয়েছে দু’টি অর্ধশতরান। পাশাপাশি, তাঁর গড় হল ৩৮.৩৩। যদিও, মিডল অর্ডারে তেমন ভরসা দিতে পারছেন না শ্রেয়স। এমন পরিস্থিতিতে, ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে যদি KKR-এর ওপেনাররা ব্যর্থ হন সেক্ষেত্রে বড় দায়িত্ব নিতে হবে শ্রেয়সকে।
আরও পড়ুন: IPL-এর ফাইনালে “ভিলেন” হবে বৃষ্টি? ম্যাচ ভেস্তে গেলে কে হবে চ্যাম্পিয়ন? রয়েছে এই বিশেষ নিয়ম
৩. রহমানুল্লা গুরবাজের পারফরম্যান্স: এই বছরের IPL-এ KKR-এ নিয়মিত ওপেন করেছিলেন ফিল সল্ট এবং সুনীল নারিন। যদিও T20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য ইতিমধ্যেই দেশে ফিরে গিয়েছেন সল্ট। এমতাবস্থায়, তাঁর অনুপস্থিতিতে ওপেনার হিসেবে দায়িত্ব পেয়েছেন আফগানিস্তানের তারকা খেলোয়াড় রহমানুল্লা গুরবাজ। এদিকে, KKR লিগ পর্বের শেষ ২ টি ম্যাচ বৃষ্টির কারণে খেলতে পারেনি। যার ফলে নারিনের সাথে গুরবাজের বোঝাপড়া ততটাও শক্ত হয়নি। তবে, প্রথম কোয়ালিফায়ারে গুরবাজ করেছিলেন ২৩ রান। এমতাবস্থায়, ফাইনালে KKR-এর ভালো শুরুর জন্য তাঁর ব্যাট থেকে আরও ভালো রানের প্রয়োজন হবে।