বাংলাহান্ট ডেস্কঃ করোনা পজেটিভ (covid-19 positive) আখ্যায় বাড়ির বাইরে পোস্টার পড়ল। অথচ আপনি করোনা নেগেটিভ (covid-19 negative)। আবার তদন্ত মারফত জানা গেল আগের রিপোর্ট ভুল, আপনার রিপোর্ট নেগেটিভ এসেছে। তা সত্ত্বেও আপনার বাড়ির বাইরে লেখা হল আপনি করোনা পজেটিভ। শুনতে অবাক লাগলেও এমনই এক ঘটনা ঘটেছে গুরুগ্রামে।
গুরুগ্রামে পৌর কর্পোরেশন এবং স্বাস্থ্য বিভাগের তরফ থেকে করা করোনা পরীক্ষার ভুল রিপোর্টে শোরগোল পড়ে গেছে এলাকায়। আরডাব্লুএর সেক্টর -১ এর সাধারণ সম্পাদক সঞ্জীব আগরওয়াল করোনা পরীক্ষার জন্য একটি ক্যাম্প খুলেছিলেন। সেখানে প্রায় ১০০ জন ব্যক্তি করোনা পরীক্ষা করতে গিয়েছিলেন।
রিপোর্টের ফল আসার পর জানা যায় ১ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। কিন্তু রিপোর্ট পেশ করতে গিয়ে কর্পোরেশন থেকে জানানো হয়, ১০ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। সেই মত তাঁদের বাড়র বাইরে পোস্টারও লাগানো হয়। কিন্তু পড়ে তদন্ত করে সঠিক রিপোর্ট হাতে আসতেই কর্পোরেশনের অবহেলার ঘটনায় উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। পরিবারগুলিও অবাক হয়ে যায়।