বাংলাহান্ট ডেস্ক : অনেক সময় আপনাকে আর্থিক কাজে বাতিল চেক দিতে বলা হয়। আমরা ডিজিটাইজেশনের দিকে দ্রুত অগ্রসর হলেও এর উপযোগিতা এখনও অটুট রয়েছে। আপনি কি জানেন কোনো কোম্পানিকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সম্পূর্ণ বিবরণ দেওয়া সত্ত্বেও একটি বাতিল চেক দেওয়ার কারণ কী হতে পারে?
আসল ব্যাপার হলো বাতিল চেকের মাধ্যমে লেনদেন করা যায় না। এটি শুধুমাত্র আপনার অ্যাকাউন্ট যাচাই করতে ব্যবহৃত হয়। যখন একটি বাতিল চেক কাউকে দেওয়া হয়, তখন দুটি সমান্তরাল লাইনের মাঝখানে বাতিল (cancel) লিখতে হয়। যাতে কেউ আপনার এই চেকের অপব্যবহার করতে না পারে।
আপনি যখন কাউকে বাতিল চেক দেবেন, তখন বাতিল চেকে স্বাক্ষর করার দরকার নেই। এটিতে আপনাকে কেবল বাতিল লিখতে হবে। এছাড়াও, চেকের উপর একটি ক্রস চিহ্ন তৈরি করা যেতে পারে। এই ধরনের চেক শুধুমাত্র আপনার অ্যাকাউন্ট যাচাই করে। আপনি যদি কোনো প্রতিষ্ঠানকে ব্যাঙ্কের বাতিল চেক দেন, তাহলে তার মানে সেই ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে।
আপনার নাম চেকে থাকতে পারে বা নাও থাকতে পারে। বাতিল চেকে আপনার অ্যাকাউন্ট নম্বর এবং অ্যাকাউন্টটি যে শাখায় অবস্থিত তার IFSC কোড আপনার ব্যাংক অ্যাকাউন্টের প্রমাণ দেয় শুধু। অনুগ্রহ করে মনে রাখবেন যে বাতিল চেকের জন্য আপনার সবসময় শুধুমাত্র কালো এবং নীল কালি ব্যবহার করা উচিত। অন্য কোন রঙের কালি ব্যবহার করা উচিত নয়। অন্যথায় আপনার চেক অকার্যকর করা হবে।
আপনি যখন গাড়ি লোন, ব্যক্তিগত ঋণ, হোম লোন নেবেন, ঋণদাতারা আপনাকে বাতিল চেক দিতে বলে। এটি শুধুমাত্র আপনার অ্যাকাউন্ট যাচাই করার জন্য করা হয়। আপনি যদি অফলাইনে প্রভিডেন্ট ফান্ড থেকে অর্থ উত্তোলন করেন, তখনও একটি বাতিল চেক প্রয়োজন। আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তখনও কোম্পানিগুলো বাতিল চেক চায়। এছাড়াও,বীমা পলিসি কেনার সময় এটি প্রয়োজন হয়।