বাংলাহান্ট ডেস্ক : নববর্ষের আগেই বড়সড় সুখবর বঙ্গবাসীর জন্য। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বাংলা পাচ্ছে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। তবে, এবার আর হাওড়া নয়। দ্বিতীয় বন্দে ভারত এনজেপি (NJP) থেকেই ছুটবে বলে জানা গিয়েছে। গুয়াহাটি-এনজেপি রুটে এই ট্রেনটি চলাচল করবে। সম্প্রতি নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলার দ্বিতীয় বন্দে ভারত ট্রেনটির উদ্বোধন হতে পারে এপ্রিলের প্রথম সপ্তাহেই। রেলের পরিকল্পনা অনুযায়ী, আপাতত সপ্তাহে ছয়দিন করে এই ট্রেনটি চালানো হবে। সোমবার দিন এই ট্রেনের চাকা অবশ্য গড়াবে না। তবে, ভাড়া সংক্রান্ত কোনও তথ্য পাওয়া যায়নি। উত্তরবঙ্গের বাসিন্দারা যে অনেক সুবিধা পাবেন তা একপ্রকার স্পষ্ট।
সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, ২২২২৭ নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসটি সকাল ৬ টা ১৫ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে। গুয়াহাটিতে পৌঁছাবে বেলা ১২ টা ৩০ মিনিটে। অর্থাৎ নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি যেতে ৬ ঘণ্টা ১৫ মিনিট লাগবে। অন্যদিকে, ২২২২৮ গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসটি দুপুর ১ টা ৩০ মিনিটে ছেড়ে পৌঁছাবে সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে।
সূত্রের খবর, দুটি প্রান্তিক স্টেশন ছাড়াও যাত্রাপথে মোট চারটি স্টেশনে (নিউ কোচবিহার, কোকরাঝাড়, নিউ বঙ্গাইগাঁও এবং রঙ্গিয়া জংশন) দাঁড়াবে বন্দে ভারত এক্সপ্রেস। ইতিমধ্যেই, ঢেলে সাজানো শুরু হয়েছে এনজেপি স্টেশন। যে পর্যটকেরা উত্তরবঙ্গ হয়ে গুয়াহাটি যেতে চান, তাঁদের জন্যও বিশেষ সুবিধা দেবে এই ট্রেনটি। সব মিলিয়েই বলা যায়, আশায় বুক বাঁধছে বঙ্গবাসী।
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, ‘আমরা রেল মন্ত্রকের কাছে নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস চালুর বিষয়ে প্রস্তাব পাঠিয়েছি। যাত্রাপথে কোন কোন স্টেশনে ট্রেন থামবে,তার পরিকল্পনাও পাঠানো হয়েছে। রেল মন্ত্রকের ছাড়পত্র এলেই বন্দে ভারত এক্সপ্রেস যাত্রা শুরু করবে। তবে, দিন এখনও ঠিক হয়নি।’