ভারতেও ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস! এক্ষুনি জেনেনিন এর লক্ষণ ও প্রতিকার

বাংলাহান্ট ডেস্কঃ সারা বিশ্ব এখন করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত। চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে এখনো পর্যন্ত ১৫০ জনের মত মারা গিয়েছেন। ভারত সহ সারা বিশ্বে জারি সতর্কতা। বিশদে জেনে নিন করোনা ভাইরাস সম্পর্কে

images 46

করোনা ভাইরাস কি? 

করোনা ভাইরাসের আরেক নাম হল ‘২০১৯-এনসিওভি’। এই ভাইরাস নানান প্রজাতির, যার মধ্যে সাতটি মানুষের দেহে সংক্রমণ ছড়ায়। এই করোনাভাইরাস এক মানুষের দেহ থেকে আরেক মানুষের দেহে ছড়াতে পারে। এই ভাইরাস মানুষের দেহ কোষের মধ্যে গঠন পরিবর্তন করে নতুন রূপ নিতে পারে।

সাধারণ ফ্লু বা ঠান্ডা লাগার মতই হাঁচি, কাশির মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। আর এর ফলে অরগ্যান ফেইলিওর বা দেহের বিভিন্ন প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়া, নিউমোনিয়া ও মৃত্যু ঘটারও আশঙ্কা রয়েছে। ১০ বছর আগে সার্স (পুরো নাম সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম) নামে এক ভাইরাসের সংক্রমণে বিশ্বজুড়ে ৮০০ মানুষের মৃত্যু হয়েছিল। আর সেটিও ছিল এক ধরনের করোনাভাইরাস।

করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার লক্ষন

ভাইরাসটি শরীরে প্রবেশ করার পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে পাঁচ দিন সময় লেগে যেতে পারে। প্রথমে জ্বর, পরে শুকনো কাশি। সপ্তাহ খানেকের মধ্যে শ্বাসকষ্ট দেখা দেয়।

করোনা ভাইরাসের চিকিৎসা?

করোনা ভাইরাসের কোনও টিকা বা প্রতিষেধক আবিষ্কার এখনো হয়নি। নেই নিদির্ষ্ট কোনও চিকিৎসাও।  WHO জানিয়েছে নিয়মিত হাত ভালোভাবে পরিষ্কার রাখলে  ঠান্ডা বা ফ্লু আক্রান্ত মানুষ থেকে দূরে থাকলে এই ভাইরাসকে আটকানো সম্ভব। এছাড়াও নাক মুখ ঢাকার জন্য মুখোশ ব্যবহারের পরামর্শ দিয়েছে। ভাইরাস বহনকারীদের সংস্পর্শ থেকে দূরে থাকতে বলছেন বিজ্ঞানীরা।

সম্পর্কিত খবর