মাত্র একবার টাকা রেখেই প্রতি মাসে কামান মোটা টাকা, ভারতীয়দের জন্য ইন্ডিয়ান পোস্ট নিয়ে এলো দুর্দান্ত অফার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পোস্ট অফিসের বিনিয়োগ স্কিমগুলির মধ্যে অনেকেই ভীষণ রকম পছন্দ করেন এমআইএস(MIS) স্কিমটি। কারণ একদিকে যেমন এটি নিরাপদ, তেমনি অন্যদিকে এক্ষেত্রে সরকারের সার্বভৌম গ্যারান্টি রয়েছে। তার উপরেই মান্থলি ইনকাম স্কিম গ্রহণ করলে আপনি পাঁচ বছর পর আবার এর মেয়াদ বাড়িয়ে নিয়ে যেতে পারবেন। আসুন আজ জেনে নেওয়া যাক মান্থলি ইনকাম স্কিম সম্পর্কিত কিছু বিশেষ তথ্য।

মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগ শুরু করতে হলে কিভাবে করবেন আবেদনঃ

★ এমআইএস খাতা শুরু করার জন্য আবেদন পদ্ধতিটি অত্যন্ত সহজ। যেকোনো পোস্ট অফিস থেকে এর জন্য ফর্ম পেতে পারেন আপনি। এছাড়া অনলাইনেও ফর্ম ডাউনলোড করে আবেদন করা যেতে পারে।

★মনে রাখবেন এই অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে হাজার টাকা পেমেন্ট করতে হবে। এক্ষেত্রে আপনি জয়েন্ট অ্যাকাউন্ট কিংবা সিঙ্গেল অ্যাকাউন্টও খুলতে পারেন। পরবর্তী ক্ষেত্রে জয়েন্ট অ্যাকাউন্টকে সিঙ্গেল অ্যাকাউন্টে পরিবর্তন করার সুবিধাও রয়েছে।

★এর জন্য আপনার নির্ধারিত পরিচয় পত্র অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিম্বা পাসপোর্ট এবং ছবি প্রয়োজন।

কি কি সুবিধা পাবেন গ্রাহকরাঃ

★প্রথমেই জানিয়ে রাখি, এই মুহূর্তে মান্থলি ইনকাম স্কিমের সুদের হার বার্ষিক ৬.৬%।

★এক্ষেত্রে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে অ্যাকাউন্ট ট্রান্সফার করার সুযোগ রয়েছে।

★কোন ক্ষেত্রে যদি আপনি নির্ধারিত ৫ বছরের আগেই খাতা বন্ধ করতে চান সেক্ষেত্রে আপনাকে আমানতের ২% কেটে নিয়ে ফেরত দেওয়া হবে। তবে যদি তিন বছর পর এই স্কিম বন্ধ করতে চান সেক্ষেত্রে কেটে নেওয়া হবে ১% টাকা।

★এমআইএস স্কিমে নমিনি করার সুযোগ রয়েছে।

★এমআইএস স্কিমে সিঙ্গেল অ্যাকাউন্টে বিনিয়োগ করলে সে ক্ষেত্রে সর্বোচ্চ টাকার পরিমাণ হল সাড়ে চার লক্ষ টাকা। তবে যদি জয়েন্ট অ্যাকাউন্টে বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে বিনিয়োগের সর্বোচ্চ পরিমাণ দাঁড়াবে ৯ লক্ষ টাকা। জানিয়ে রাখি জয়েন্ট অ্যাকাউন্টে প্রত্যেক বিনিয়োগকারীকে সমান অর্থ প্রদান করে সরকার।

 

সম্পর্কিত খবর

X