করোনায় স্বজন হারানোদের পাশে দাঁড়ালেন দেব, করোনায় মৃতদের দেহ সৎকারের জন‍্য তৈরি করছেন শ্মশান

বাংলাহান্ট ডেস্ক: মহামারির বিরুদ্ধে সম্মুখ সমরে অবতীর্ণ হলেন তৃণমূলের অভিনেতা সাংসদ দেব (dev)। কলকাতা তথা নিজের সংসদীয় এলাকা ঘাটালের জন‍্যও সাহায‍্য নিয়ে পথে নেমেছেন তিনি। বিনামূল‍্যে করোনা রোগীদের খাবার দেওয়া থেকে শুরু করে নিজের অফিসকে আইসোলেশন সেন্টারও বানিয়ে ফেলেছেন দেব। এবার শ্মশান তৈরির কাজেও হাত লাগালেন তিনি।

ঘাটালের লোকালয় থেকে দূরে করোনায় মৃতদের সৎকারের উদ্দেশে একটি শ্মশান তৈরির সিদ্ধান্ত নিয়েছেন দেব। আসলে ঘাটালে যে কটি শ্মশান রয়েছে সবকটিই লোকালয়ের মধ‍্যে। সেখানে করোনায় মৃতদের সৎকার করা সম্ভব হচ্ছিল না। তাই লোকালয় থেকে দূরে একটি নতুন শ্মশান তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন দেব।

dev9i 1612364239
ঘাটালবাসীর অভিযোগ পেয়েই মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের থেকে অনুমতি চান দেব। তারপরেই এই কাজে হাত লাগান তিনি। দেবের কথায়, শুনতে খারাপ লাগলেও এটা একটি বাস্তব সমস‍্যা। তাই এই পদক্ষেপ। এখানে শুধু মাত্র করোনায় মৃতদেরই সৎকার করা হবে বলে জানান দেব।

নিজের অফিসকেও আইসোলেশন সেন্টারে বদলে ফেলেছেন দেব। সোশ‍্যাল মিডিয়ায় এই খবর জানিয়ে তিনি লিখেছেন, ‘ডেবরায় আমার ঘাটাল লোকসভা কেন্দ্রের অফিসটি গত বছরের মতো এ বছরেও আইসোলেশন সেন্টারে বদলে ফেললাম। এছাড়াও আমরা অক্সিজেন, ওষুধ, অ্যাম্বুলেন্স ও খাবারের সার্ভিস চালু করেছি। যোগাযোগ করবেন।’

ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষদের জন‍্য এর আগেও সহায়তার হাত বাড়িয়েছেন দেব। করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেবে তাঁর প্রতিনিধিরা। এমনকি হাসপাতালে ভর্তি করোনা রোগীদের পরিবার পরিজনদেরও অন্ন সংস্থানের দায়িত্ব নিলেন অভিনেতা।

রবিবার নিজের টুইটার হ‍্যান্ডেলে এই উদ‍্যোগের কথা ঘোষনা করেন দেব। টুইটে লেখা, ‘ঘাটাল অন্তর্গত এলাকায় যাঁরা করোনা আক্রান্ত, তাঁদের নির্দিষ্ট বাসস্থানে খাদ্য সরবরাহ করা হবে।
খাদ‍্য গ্রহণকারী ইচ্ছুক ব‍্যক্তিরা সত্ত্বর যোগাযোগ করুন।’ সঙ্গে চারটি ফোন নম্বরও দিয়ে দিয়েছেন দেব। এই নম্বরে ফোন করে জানালেই বাড়িতে পৌঁছে যাবে খাবার। তবে এই পরিষেবার জন‍্য সংশ্লিষ্ট ব‍্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট বাধ‍্যতামূলক।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর