‘ছবিতে রাজনৈতিক গন্ধ পেলে জানবেন পুরোটাই কাকতালীয়’, হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী নিয়ে সাফাই দেবের

বাংলাহান্ট ডেস্ক: পুজোয় মুক্তির জন‍্য কোমর কষছে দেব (dev) প্রযোজিত ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’। সেই ২০১৯ এ ছবির ঘোষনা করেছিলেন সাংসদ অভিনেতা। অবশেষে চলতি বছর পুজোতে মুক্তির আলো দেখতে চলেছে এই ছবি। সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় লাইভে এসে ছবির বিষয়ে নানান অজানা তথ‍্য জানালেন দেব এবং অভিনেতা শ্বাশ্বত চট্টোপাধ‍্যায়।

ছবিতে রাজা হবুচন্দ্রের ভূমিকায় রয়েছেন শ্বাশ্বত। তাঁর রানির চরিত্রে অভিনয় করছেন অর্পিতা চট্টোপাধ‍্যায়। অপরদিকে মন্ত্রী গবুচন্দ্রের ভূমিকায় দেখা যাবে অভিনেতা খরাজ মুখোপাধ‍্যায়কে। দেব জানান, পরিচালক অনিকেত চট্টোপাধ‍্যায় নাকি প্রথমে হবুচন্দ্র রাজার চরিত্রে তাঁকেই অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন।

jpg 2 8
কিন্তু রাজি হননি দেব। তাঁর মতে, শ্বাশ্বতই এই চরিত্রের জন‍্য উপযুক্ত। তেমনি রানির চরিত্রের জন‍্যও নাকি বহু অভিনেত্রীর প্রস্তাবই এসেছিল। কিন্তু শেষমেষ শ্বাশ্বতর বিপরীতে পছন্দ করা হয় অর্পিতাকে। আরো একটা মজার বিষয়, ‘হীরক রাজার দেশে’র হীরক রাজার মতো এই ছবিতেও শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত সংলাপ ছন্দ মেলানো।

ছবির শুটিং যে সময়ে শুরু হয় তখন তৃণমূলের হয়ে লোকসভা নির্বাচনে লড়ছেন দেব। ভোটের কাজের মাঝেও ছবির সেটে থাকতেন তিনি। তবে দেব জানান, অনিকেত চট্টোপাধ‍্যায়, শ্বাশ্বত, খরাজ, অর্পিতাদের হাতেই ছবির দায়িত্ব ছেড়ে নিশ্চিন্ত হয়েছিলেন তিনি। কমেডির মিশেলে রাজনীতির গন্ধ রয়েছে হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীতে। তাই আগেভাগেই দেবের সাফাই, “কেউ কোনও রাজনৈতিক গন্ধ পেলে জানবেন, পুরোটাই কাকতালীয়।”


Niranjana Nag

সম্পর্কিত খবর