বাংলাহান্ট ডেস্ক: ভারতের স্বাধীনতা দিবসের (Independence Day) প্ল্যাটিনাম জয়ন্তী। আজাদি কা অমৃত মহোৎসব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ডাকে সাড়া দিয়ে তারকা থেকে আমজনতা, অনেকেই পতাকা উত্তোলন করেছেন বাড়িতে। টলিউড ইন্ডাস্ট্রিতে জিৎ (Jeet) সর্বপ্রথম নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার রাঙিয়েছিলেন তেরঙায়। এবার সহ অভিনেতার পথেই পা বাড়ালেন তৃণমূলের সাংসদ অভিনেতা দেবও (Dev)।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে নিজের আবাসনের ছাদে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন দেব। সুইমিং পুলের ধারে রেলিংয়ের গায়ে আটকানো তেরঙা উড়ছে দামাল হাওয়ায়। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে এ আর রহমানের কণ্ঠে ‘মা তুঝে সালাম’। ক্যাপশনে দেব লিখেছেন, ‘গর্বিত ভারতীয়’।
স্বাধীনতা ৭৬ তম বর্ষ, আজাদি কা অমৃত মহোৎসবে দেশবাসীকে যোগ দেওয়ার জন্য বাড়িতে বাড়িতে পতাকা উত্তোলনের আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকেই পতাকা উত্তোলন করে ‘হর ঘর তিরঙ্গা’ হ্যাশট্যাগ দিয়েছেন। তবে প্রোফাইল পিকচারে পতাকা হাতে নিজের ছবি দিলেও কোনো হ্যাশট্যাগ ব্যবহার করেননি দেব।
https://www.instagram.com/reel/ChPZWczMIzS/?igshid=YmMyMTA2M2Y=
এদিন আরো একটি বড় ঘোষনার আভাস দিয়েছেন তিনি। চারটি ২০ পয়সার স্ট্যাম্পের ছবি শেয়ার করেছেন দেব। স্ট্যাম্পে রয়েছে বাঘা যতীন ওরফে বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ছবি। টুইটে দেব লিখেছেন, ‘সকাল ১১ টায় সময় সেট করে রাখুন, আমার জীবনের অন্যতম উচ্চাকাঙ্খী প্রোজেক্টের সাক্ষী হতে।’
https://www.instagram.com/p/ChPoFZXPtSw/?igshid=YmMyMTA2M2Y=
বাঘা যতীনের জীবনী নিয়ে ছবি বানাতে চলেছেন দেব, এটা টলিউডের ওপেন সিক্রেট। মনে করা হচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে সেই ছবি সংক্রান্ত কোনো বড় ঘোষনা করতে চলেছেন দেব। পরিচালক অরুণ রায়ের ছবিতে অভিনয় এবং প্রযোজনা করছেন তিনি।
পরিচালক আগে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন গত দেড় বছর ধরে তিনি বাঘা যতীনের চিত্রনাট্য লিখছেন। এর থেকে বেশি আর কিছুই বলতে রাজি হননি তিনি। তবে শোনা যাচ্ছে, এই ছবিতে নাকি ভিএফএক্সের কাজ বেশি থাকবে। আগামীতে প্রজাপতি, কাছের মানুষ সহ রঘু ডাকাত ছবিও হাতে রয়েছে দেবের।