অসম্পূর্ণ থেকে গেল গল্প, ৯ বছর পরেও আক্ষেপ দর্শকদের, ‘ধূমকেতু ২’ নিয়ে বড় মন্তব্য দেবের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : পুজোর আগেই টলিউডের বাজার ধরে ফেলেছেন দেব। প্রায় ১০ বছর পর মুক্তিপ্রাপ্ত ‘ধূমকেতু’ (Dhumketu) ঢালাও ব্যবসা করছে বক্স অফিসে। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর পুরনো জুটির নস্টালজিয়া ঝালিয়ে নিতে প্রেক্ষাগৃহে ভিড় করছেন দর্শকরা। ‘দেশু’র জনপ্রিয়তায় ভর করেও অনেকটা ব্যবসা করেছে ছবিটি। তবে কি এবার সিক্যুয়েল আনবেন নির্মাতারা?

ধূমকেতু ২ (Dhumketu) কি আসছে?

ধূমকেতু (Dhumketu) যাঁরা ইতিমধ্যেই দেখে ফেলেছেন তাঁরা জানেন ছবির গল্প অসমাপ্ত রয়ে গিয়েছে। পূর্ণ হয়নি দেব শুভশ্রীর অনস্ক্রিন প্রেমগাথাও। তা নিয়ে আক্ষেপও করেছেন অনেক দর্শক। আবার অনেকে মনে করছেন, অসম্পূর্ণ গল্পের সূত্র ধরেই হয়তো আসবে ‘ধূমকেতু ২’ (Dhumketu)। সত্যিই কি ছবির দ্বিতীয় অংশ নিয়ে ভাবনাচিন্তা করছেন নির্মাতারা?

Dev opened up about dhumketu 2

কী বললেন পরিচালক কৌশিক: এ বিষয়ে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, গল্প অসম্পূর্ণ রাখা হয়েছে, তার নিশ্চয়ই একটা কারণ রয়েছে। ছবির শেষে অসম্পূর্ণ গল্প এবং অসম্পূর্ণ প্রেম দেখানো হয়েছে। তবে কি পরের ছবিতে (Dhumketu) অসম্পূর্ণ গল্প সম্পূর্ণ করবেন পরিচালক? পরিচালক প্রযোজক সিক্যুয়েল নিয়ে আভাস দিলেও দেবের গলায় কিন্তু অন্যরকম সুর।

আরও পড়ুন : ইলিশ বলে অন্য মাছ গছিয়ে দিচ্ছে না তো? ‘খাঁটি’ কিনা বুঝুন এই কয়েকটি সহজ ট্রিকসে

মুখ খুললেন দেব: শনিবার ছবির স্পেশ্যাল স্ক্রিনিংয়ে দেবকে ধূমকেতু ২ (Dhumketu) প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাঁর মতে ধূমকেতু একটা হওয়াই ভালো। কারণ ওই আবেগটা আর নতুন করে তৈরি করতে পারবেন না তাঁরা। এখন তাঁরা সকলেই অনেকটা বদলে গিয়েছেন, কমে গিয়েছে সারল্য। ধূমকেতুর (Dhumketu) মতো আরেকটি ছবি হওয়া সম্ভব নয় বলেই জানান দেব। তবে শুভশ্রীকে নিয়ে মুখ খুলেছেন তিনি। অভিনেতার কথায়, শুভশ্রীর সঙ্গে আবারও কাজ করতে রাজি তিনি, যদি ভালো চিত্রনাট্য মেলে। পাশাপাশি শুভশ্রী যদি কাজ করতে রাজি হন তবে তিনিও ফের জুটি বাঁধতে রাজি বলে জানান দেব।

আরও পড়ুন : ‘বহু বিতর্কে জড়িয়েছে, অভিনয়ে থাকলে হয়তো…’, জয়ের স্মৃতিতে আবেগঘন প্রাক্তন স্ত্রী অনন্যা

প্রসঙ্গত, বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে বিগত যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছে ধূমকেতু (Dhumketu)। এই ছবির জন্য দর্শকদের উন্মাদনা দেখে বিশেষজ্ঞরা প্রথম থেকেই ঢালাও ব্যবসার আশা রেখেছিলেন। দর্শকদের প্রত্যাশা পূরণ করেছে ধূমকেতু।