বাংলাহান্ট ডেস্ক : আরজিকর কাণ্ডে তাঁর নীরবতাকে ঘিরে প্রথম থেকেই সমালোচনার মুখে পড়েছেন দেব (Dev)। অভিনেতা তথা তৃণমূল সাংসদকে সাধারণত যেকোনো বিষয় নিয়েই নিজস্ব মতামত রাখতে দেখা যায়। রাজনৈতিক সৌজন্যের জন্য যথেষ্ট পরিচিতি রয়েছে তাঁর। কিন্তু আরজিকর (RG Kar Medical College Hospital) কাণ্ডে নিজের ছবির ট্রেলার মুক্তি পেছানো ছাড়া বিশেষ কোনো মন্তব্য করতে শোনা যায়নি তাঁকে। এর জন্য চরম সমালোচনা, ট্রোলের মুখে পড়তে হয়েছিল তাঁকে। অবশেষে এ বিষয়ে নীরবতা ভাঙলেন দেব (Dev)।
ঘাটালে গিয়ে আরজিকর কাণ্ডে নীরবতা ভাঙলেন দেব (Dev)
বুধবার ঘাটাল থেকে আরজিকর কাণ্ড নিয়ে সরব হন দেব (Dev)। তিনি বলেন, ‘এই কন্যাশ্রী, রূপশ্রী, বেটি বাঁচাও এর কোনো মানে নেই, যদি না আমরা আমাদের দেশের মেয়েদের বাঁচাতে পারি’। এরপরেই কেন্দ্রীয় সরকারের উদ্দেশে দেব (Dev) বলেন, তাঁর মতে কেন্দ্রের উচিত সর্বদলীয় বৈঠক ডাকা। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি বৈঠকে বসা উচিত প্রধানমন্ত্রীর। ধর্ষণ বিরোধী কঠোর আইন আনার প্রয়োজন বলে মন্তব্য করেন দেব (Dev)।
আরো পড়ুন : Anushka Sharma: ‘আদর্শ মা হতে পারিনি’, ছেলেমেয়ে ভামিকা-অকায়কে নিয়ে বিষ্ফোরক অনুষ্কা
কেন্দ্রকে বিশেষ আর্জি দেবের
আরজিকর কাণ্ডের প্রতিবাদে বারংবার নজির গড়ছে বাংলার মানুষ। অহিংস মিছিল থেকে মানববন্ধন, রাত দখলের ডাকে সামিল হচ্ছেন অসংখ্য মানুষ। দেবের (Dev) কথায়, এই আন্দোলনকে যেন ভারতের মানুষ পরবর্তী ১০০ বছরেও মনে রাখে। তারা যেন মনে রাখে, এই আন্দোলনের হাত ধরেই হয়েছে ধর্ষণ বিরোধী আইন। এরপর আর কারোর নাম যেন তিলোত্তমা দিতে না হয়।
রাজ্য সরকারকে নিয়ে সরব দেব
আরজিকর কাণ্ডকে নিন্দনীয় ঘটনা বলে উল্লেখ করে দেব (Dev) বলেন, বর্তমানে রাজনৈতিক দলগুলি পরস্পরকে দোষারোপ করছে। অসমের মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীকে কিছু বলছেন, আবার এ রাজ্যের মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিছু বলছেন। এটা বাংলা বা কোনো রাজ্যের নয়, বরং সমগ্র দেশের ইস্যু। এরপরেই দেব বলেন, বাংলার সরকারকে ফেলে দেওয়া বা কোনো অস্বস্তিতে ফেলার সময় নয় এটা।
বুধবার একগুচ্ছ কর্মসূচি নিয়ে ঘাটালে গিয়েছিলেন তারকা সাংসদ দেব। এদিন ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে রোগী কল্যাণ সমিতির সঙ্গে বৈঠক করেন তিনি। হাসপাতালে ডায়ালিসিস মেশিনের সূচনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। এরপর জনতার দরবার এবং ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে স্ট্রিট লাইটের উদ্বোধনও করেন দেব।